নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যেই গোটা রাজ্যে জেলায় জেলায় কাটমানি ইস্যুতে বিভিন্ন তৃণমূল নেতৃত্বের নাম জড়িয়ে পড়ছে।সেই কারণেই অনেকটাই অস্বস্তির মধ্যে শাসক শিবির।পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কাটমানি ইস্যুতে পোস্টার পড়ল।
এলাকার বাসিন্দা সোনালী অধিকারীর অভিযোগ তাঁর কাছে শৌচাগার তৈরির জন্য টাকা নেওয়া হয়েছে,এছাড়াও যে টাকা নিয়েছে তার কোনও বিল দেওয়া হয়নি সোনালী দেবীকে।
আরও পড়ুনঃ একাধিক দূর্নীতির অভিযোগে কাটমানি পোস্টার কাউন্সিলরের বিরুদ্ধে
অন্যদিকে আরেক এলাকার বাসিন্দা কল্পনার আনারও একই অভিযোগ,যদিও ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত সিংয়ের বক্তব্য এই সব অভিযোগ ভিত্তিহীন,বিরোধীদের চক্রান্ত,ক্ষীরপাই পুরসভায় কোনও রকম দূর্নীতিমূলক কাজ করা হয়নি এই ব্যাপারটার তদন্ত করার আর্জি জানিয়েছে কাউন্সিলর অজিত সিংহ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584