নারী দিবসে আসছে ‘ফাটাফাটি’

0
149

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র পর এবার ‘ফাটাফাটি’র কাজে ব্যস্ত পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রযোজিত আগামী ছবি ‘ফাটাফাটি’। এক প্লাস সাইজ অর্থাৎ স্বাস্থ্যবতী মডেলের জীবননামা সম্বল করে তৈরি হচ্ছে এই ছবি। আজ মহালয়ায় সামনে এসেছে পোস্টার। ছবির কাহিনিকার জিনিয়া সেন। সংলাপ লিখছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।

Fatafati | newsfront.co

প্রসঙ্গত, বেশিরভাগ মেয়েরই ধারণা মোটা হওয়া যেন অপরাধ। আর তাই যেন তেন প্রকারেণ রোগা হতেই হবে। মোটা হলে সবাই হাসবে, মোটা হলে হাঁটাচলা করা কষ্ট, মোটা হলে অভিনয়ে কিংবা মডেলিং-এ চান্স মিলবে না। সর্বোপরি মোটা হলে বিয়ে দেওয়া কষ্ট মেয়েকে।

এই ভাবনাকে চুলোয় তুলে কাহিনি লিখেছেন জিনিয়া। ছবির পোস্টারটি দেখে মনে হচ্ছে যেন কোনও ম্যাগাজিনের কভার পেজ। বইয়ের ভিতরে কী কী কনটেন্ট আছে তার যেমন ঝলক ম্যাগাজিনের কভার পেজে থাকে তেমনিভাবে সাজানো হয়েছে পোস্টারটিকে।

আরও পড়ুনঃ প্রথমবার বাংলা শর্ট ফিল্মে বিনয় পাঠক

আর তাতে লেখা ছবি ঘিরে কাহিনিকারের বক্তব্য। সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। রয়েছে বডিশেমিং না করার উপদেশ, রয়েছে শুধু জল খেয়ে বেঁচে না থেকে খাবার খাওয়ার নির্দেশ, শুধু ত্বক নয় মনের যত্ন নেওয়ার নির্দেশ।

আরও পড়ুনঃ রামায়ণের দুই নারী মুখোমুখি সুচন্দ্রার ‘সূর্পণখার আগমন’-তে

পোস্টারে স্বাস্থ্যবতী মডেলের মুখটি ঢাকা আছে হ্যাট দিয়ে। তবে, অনুমান বলছে এই মডেল অপরাজিতা আঢ্য। সম্প্রতি অবশ্য তাঁর মেদ ঝরানো কিছু ছবিতে কাত হয়েছে অপা দি’র ফ্যানকূল। তবে কি এই জন্যই নিজেকে একটু ঝরাচ্ছিলেন অভিনেত্রী? সময় বলবে সেই কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here