জতুগৃহে নতুন জুটি অনামিকা-বনি, হাজির পোস্টার

0
1046

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মুক্তি পেল পরিচালক সপ্তাশ্ব বসু পরিচালিত নতুন বাংলা ছবি ‘জতুগৃহ’র ফার্স্ট লুক পোস্টার। পোস্টারটিতে চমক আছে। ছবিতে নায়কের ভূমিকায় বনি সেনগুপ্ত। নায়িকার ভূমিকায় আছেন অনামিকা চক্রবর্তী। পোস্টারে একা ধরা দিয়েছেন বনি।

anamika and boni | newsfront.co

artists | newsfront.co

রক্তিম চ্যাটার্জির প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে শীঘ্রই।কলকাতার ছেলে রেহান পাহাড়ে গিয়ে নিজের বন্ধুর ‘ঠিকানা’ নামের একটি হোটেলে ম্যানেজারের কাজ করতে যায়। সেখানে এক স্থানীয় মেয়েকে তার পছন্দ হয়। সে আবার একলা থাকতে ভালোবাসে একটি ম্যানর-এ। জায়গাটা ভুতুড়ে বলেই সবাই জানে। রেহান কি পারবে অলৌকিক শক্তির সঙ্গে লড়াই করে ফিরিয়ে আনতে নিজের প্রেম? নাকি সেও হারিয়ে যাবে?সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক।

team jtugriha | newsfront.co

anamika | newsfront.co

সিনেমাটির আবহসঙ্গীতের কাজ করেছেন ডাব্বু। তপসিয়ার এক ঝাঁ চকচকে রেস্টুরেন্টে আয়োজিত পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রধান অভিনেতারা।সপ্তাশ্ব এর আগে ‘নেটওয়ার্ক’ বা ‘প্রতিদ্বন্দ্বী’র মত সিনেমায় বুঝিয়েছেন তিনি অন্যরকম গল্প বলতে ভালোবাসেন।

poster | newsfront.co

আরও পড়ুনঃ বড়পর্দায় বিনয়, বাদল, দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান

এই নতুন গল্পেও জুড়ে যাবে অনেক সাইকোলজিক্যাল ও ইমোশনাল এলিমেন্ট এবং বাড়তি অনুষঙ্গ হরর।পুরোনো হলগুলি সব বন্ধ হয়ে যাওয়া নিয়ে দুঃখপ্রকাশ করলেন সপ্তাশ্ব। ছেলেবেলায় হলে সিনেমা দেখতে যাওয়া নিয়ে কাজ করতো আবেগের জায়গা। তাই সবাইকে হলে গিয়ে সিনেমা দেখতে অনুরোধ করেন তিনি। দর্শকরা এই সিনেমাটিতে নতুন কিছু খুঁজে পাবেন শুধু হরর ছাড়াও, এমনটাই জানিয়েছেন সপ্তাশ্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here