নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
খুনের মামলায় চোপড়ায় মৃত কিশোরী মাম্পি সিংহের বাবা ও দাদাদের গ্রেফতারের পরে মৃত কিশোর ফিরোজ আলীর ময়না তদন্তের রিপোর্টে এসেছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তার। এই রিপোর্টকে ঘিরে এখন চাঞ্চল্য দেখা দিয়েছে জেলায়। মৃত মাম্পি সিংহের ময়না তদন্তের রিপোর্টেও বিষক্রিয়ায় মৃত্যুর কথা বলা ছিল। দুজনের বিষক্রিয়ায় মৃত্যু হলেও কিশোরের দেহ পরের দিন পাওয়া গিয়েছে একটি জলাশয়ে। এ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ওই কিশোরের বিষক্রিয়ায় মৃত্যু হলেও জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছিল। বুধবার ইসলামপুর পুলিশ জেলার তরফে সাংবাদিকদের কাছে ময়নাতদন্তের রিপোর্ট তুলে ধরা হয়েছে। কিন্তু এ বিষয়ে মুখ খুলতে চাননি ইসলামপুরের পুলিশ সুপার।
অন্যদিকে, কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত কিশোরীর বাবা ও দুই দাদাকে মিলিয়ে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে দশদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ইসলামপুর আদালতের বিচারকের নির্দেশে। সম্পূর্ণ পরিস্থিতি বুঝে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ বিজেপিকে চোপড়ায় মৃত ছাত্রীর গ্রামে ঢুকতে বাধা পুলিশের
অন্যদিকে, বুধবার চোপড়ার ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানার আইসিকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানার সামনে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলা ডিওয়াইএফআই ও এসএফআই। ডিওয়াইএফআই -এর জেলা সভাপতি গৌতম বর্মন জানান, “ঘটনায় মৃত দু’জনের প্রকৃত তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584