নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বারোটি পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচনের জন্য মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রশাসন৷সেই বিজ্ঞপ্তি অনুসারে এদিন তমলুক নন্দকুমা কোলাঘাট এগরা রামনগর পটাশপুর ভগবানপুর ১ কাঁথি ১ চন্ডিপুর সহ ১২ টি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হয়৷ পঞ্চায়েত মামলার কারণে বাকি ১৩ টি পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, জেলার ২৫ টি পঞ্চায়েত সমিতিই এবার তৃণমূলের দখলে রয়েছে।এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী তমলুক পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সভাপতি ও সহ সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়৷পাশাপাশি এলাকাবাসীকে ধন্যবাদ জানানো হয়।এদিন শুভেন্দু অধিকারী জানান,গ্রামপঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মধ্যে সীমা থাকলে হবে না। এবার লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাংলায় বিরোধী শূন্য করতে হবে।তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। নির্বাচন হলে বিজেপি সহ বিরোধীরা কুৎসা ছড়াতে থাকে।এই কুৎসার জবাব বার বার পাওয়ার পরে ওরা লজ্জিত হয়নি।বাংলার পাশাপাশি ভারতবর্ষের উন্নয়নের জন্য আমাদের লড়াই জারি থাকবে।
আরও পড়ুনঃ মদের দোকান ভাঙচুরকে কেন্দ্র করে পুলিশ জনতা খন্ডযুদ্ধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584