বাজারে চোখ রাঙাচ্ছে আলু, পকেটে টান মধ্যবিত্তের

0
88

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মার্চ মাসের শেষে করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণার পর আচমকাই বেড়ে যায় আলুর দাম। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, বাজারে আলুর কৃত্রিম অভাব তৈরি হয়েছিল। তবে সেই সমস্যা ছিল সাময়িক। কিছুদিনের মধ্যেই ফের স্বাভাবিক হয়ে যায় আলুর দর।

market | newsfront.co
নিজস্ব চিত্র

খুচরো বাজারে আলুর মূল্য নেমে আসে প্রায় ২০ টাকা প্রতি কেজিতে। কিন্তু ফের বাড়তে শুরু করেছে আলুর দাম! চিন্তার ভাঁজ বাঙালির কপালে! শুক্রবার তমলুক শহরের বাজারে আলুর দাম ছিল ৩০ টাকা প্রতি কেজি। ব্যবসায়ীদের দাবি, গত ১৫ দিনে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাদের মতে, আগামীদিনে নাকি আলুর দাম আরও বাড়বে!

vegetable market | newsfront.co
নিজস্ব চিত্র

বাঙালির নিত্যপ্রয়োজনীয় সবজির মধ্যে পড়ে আলু। সেক্ষেত্রে আলুর দাম বাড়াতে পকেটে টান পড়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালির। লকডাউনে মানুষ অতিরিক্ত আলু খেয়েছেন এবং দান করেছেন। ফলে বাজারে আলুর কৃত্রিম অভাব তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ বাংলা অনার্সের ভর্তিতে মাধ্যমিকের নম্বরে গুরুত্ব দেবে যাদবপুর

পাশাপাশি বাজারে অন্যান্য সবজি অগ্নিমূল্য, ফলে মানুষ বাধ্য হয়েই বেশি পরিমাণে আলু কিনছেন। একইসঙ্গে অভিযোগ উঠেছে, আলুর হিমঘরগুলি কম পরিমাণে আলু বাজারে বের করছে, ফলে স্বাভাবিকভাবেই অভাব তৈরি হয়েছে আলুর।

তবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের সরকার নির্ধারিত জ্যোতি আলুর দাম প্রতি কেজি ২৫ টাকা করে বিক্রি হচ্ছে তমলুকের সুফল বাংলাতে। ফলে সাধারণ মানুষ শহরের বাজারগুলি থেকে সুফল বাংলার আলু কিনতে আসছেন। জনপ্রতি ২ থেকে ৩ কেজি আলু নিতে পারবেন এখানে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী সৌরভ আদক ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here