করোনা আবহে মনসা প্রতিমার বাজার মন্দা,সংকটে মৃৎশিল্পীরা

0
181

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

করোনা আবহে লকডাউন চলছে দীর্ঘ প্রায় ৫ মাস ধরে। আর এতে মানুষ কাজকর্ম হারিয়ে বসে রয়েছে। কথায় আছে বাঙালীদের ১২ মাসে ১৩ পার্বণ । আর সেই পার্বণে শ্রাবণ মাসে পূজিত হয় মা মনসা দেবী । আগামী সোমবার বাঙালীর এই উৎসব মনসা পূজা। প্রতিবছর প্রত্যেক বাড়িতেই ঘটা করে মনসা পূজা হয়।

manasa | newsfront.co
অপেক্ষায় মনসা প্রতিমা ৷ নিজস্ব চিত্র

জানা গেছে, প্রতি বছর মাথাভাঙা বাজারে মনসার প্রতিমা বিক্রির ভিড় জমে ওঠে । এবছর করোনার জন্য আজকে মাথাভাঙা বাজারে গিয়ে দেখা গেল মোটর ভ্যানে মনসা প্রতিমা অপেক্ষায় রয়েছে । এখনও সেরকম ক্রেতা মেলেনি। তাই প্রতিমা নির্মাণকারী ভ্যান থেকে প্রতিমা মাটিতে নামানোর ব্যবস্থা করতে পারেনি। দেখা যাক আগামী সোমবার পর্যন্ত কি অবস্থা হয় ,যদিও মাঝে দুই দিন এখন ও বাকি আছে ।

এবিষয়ে এক মৃৎশিল্পী নির্মল পাল বলেন, “প্রতিবছর প্রচুর মা মনসার প্রতিমা বিক্রি করি, এবার করোনার জন্য প্রতিমা কম অর্ডার হয়েছে। তাছাড়া বাজারে বিক্রি করার জন্য আনা হয়েছে মনসা প্রতিমা, কি যে হবে ভাবতে পারছি না। এই ব্যবসা করে সংসার চালাই।

আরও পড়ুনঃ আমপানে ক্ষতিগ্রস্ত আবেদন কারীদের তালিকা প্রকাশ

উপরওয়ালা মনসার ইচ্ছায় এখন অপেক্ষায় আছি যদি মানুষ দয়া করে তবে একটু রেহাই পাব।” পাশাপাশি কোচবিহার জেলার অন্যান্য এলাকাতেও একই দৃশ্য দেখা যাচ্ছে৷ তাই খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে জেলার মৃৎশিল্পী মহল ৷
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here