অনিশ্চয়তা নিয়ে সরস্বতী প্রতিমা নির্মাণে ব্যস্ত আলিপুরদুয়ারের মৃৎশিল্পীরা

0
211

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

সামনেই সরস্বতী পুজো ।প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে আসছেন দেবী সরস্বতী। তবে পুজো হবে কি না তা নিয়ে সন্দিহান মৃৎশিল্পীরা । তবু মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরিতে।

saraswati staue made | newsfront.co
নিজস্ব চিত্র

এখন চলছে বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার কাজ। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ও মুজনাই এলাকার মৃৎশিল্পীদের কারখানায় চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ।

saraswati staues | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন জটেশ্বরের মৃৎশিল্পী খোকন পাল জানান, “সামনে সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা বানাচ্ছি। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করি। এবছর বেশির ভাগ ছোট সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করেছি। আদতে প্রতিমা গুলো বিক্রি হবে কি না জানি না।”

আরও পড়ুনঃ জলপাইগুড়ি স্টেশনে নেতাজীর পদার্পণ স্মরণে অনুষ্ঠান

মৃৎশিল্পী রেখা পাল জানান, “ঠাকুর তৈরি ও তার সাজসজ্জার যে কাঁচামাল তার দাম বেড়েছে। ফলে ঠাকুর তৈরির খরচ অনেকটাই বেড়েছে। আর এবার করোনা কোপে প্রতিমার বিক্রি একদম নেই।”এবছর ঠাকুর বায়না একদমই হয়নি এমনটাই জানিয়েছেন মৃৎশিল্পীরা। ফলে বিক্রিতে ভাটা পড়েছে, তাই লাভের কথা তো দূর, খরচ উঠবে কিনা সংশয়ে ফালাকাটার মৃৎশিল্পীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here