চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে, বাজার নেই বাগদেবীর

0
183

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আগামী মঙ্গলবার সরস্বতী পুজাে, হাতে মাত্র একদিন বাকি। তাঁর আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মৃৎশিল্পীরা প্রতিমা রং করতে ব্যস্ত। যদিও তাঁদের মন ভারাক্রান্ত সরস্বতী ঠাকুরের বায়না কম আসায়। অন্যান্য বছরে সরস্বতী প্রতিমা তৈরী করতে হিমশিম খেতে হত মৃৎশিল্পীদের।

saraswati statue | newsfront.co
নিজস্ব চিত্র
mintu maity | newsfront.co
মিন্টু মাইতি, প্রতিমা শিল্পী। নিজস্ব চিত্র

কিন্তু করোনা সংক্রমণের জেরে একপ্রকার মাথায় হাত মৃৎশিল্পীদের। যেখানে ক্লাব সহ দশটি স্কুলের সরস্বতী প্রতিমা তৈরির বায়না পেত, সেখানে এবছর শুধুমাত্র একটি স্কুলের বায়না পেয়েছে তারা। এমনই অবস্থাতে পৌঁছেছে এলাকার মৃৎশিল্পীরা।

painting | newsfront.co
তুলির শেষ টান। নিজস্ব চিত্র
working of statue | newsfront.co
শিল্পকলায় মগ্ন শিল্পী। নিজস্ব চিত্র

সরস্বতী পুজোর তিনদিন আগে খুলেছে স্কুল, ঠিকমতো শুরু হয়নি ক্লাসের পঠনপাঠন, তাঁরই মাঝে বাগদেবীর আরাধনা। তাঁর মধ্যেও ছোটো খাটো কিছু বায়না পেয়ে ঠাকুর গড়ে রং করছেন প্রতিমা শিল্পী।অন্যান্য বছর গুলিতে প্রতিমা তৈরীর জন্য যে সাড়া মিলত, এবছর তা বিশবাঁও জলে।

আরও পড়ুনঃ ইতিহাস উৎসব উপলক্ষে বহরমপুরে পদযাত্রা

নেই প্রতিমা কেনার ভিড়, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক শিল্পী মিন্টু মাইতি বলেন, “ঠাকুর গড়েই আমাদের সংসার চলে, এটাই আমাদের রুজিরোজগার, কিন্তু এ বছর তেমন কোনো বায়না নেই।তবু সোনালি ও সাদা পাড়ের শাড়ি সহ ডাকের গহনায় সেজে উঠবে সরস্বতী প্রতিমা।”

করোনার সময় স্কুল বন্ধ থাকার কারণে, সরস্বতী পুজাের প্রস্তুতিও তেমন হয়নি। যে কারণে নৈব নৈব চ করেই সাদামাটা সাবেকি রুপের মাটির প্রতিমা তৈরি করেছেন ভগবানপুরের প্রতিমা শিল্পী মিন্টু মাইতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here