ইতিহাস উৎসব উপলক্ষে বহরমপুরে পদযাত্রা

0
197

মনোদীপ ব্যানার্জী, মুর্শিদাবাদঃ

সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদ। নবাবের এই জেলা আজও নিজের ইতিহাসের স্থাপত্য – নিদর্শন ধরে রেখেছে তার মজ্জায় মজ্জায়।

history utsav | newsfront.co
পদযাত্রা। নিজস্ব চিত্র

আর সেই ইতিহাসকে সামনে রেখেই বসন্তের প্রারম্ভে জেলার সদর শহরের রাজপথে নামল একদল ইতিহাস প্রেমী। রবিবার বহরমপুরে,আসন্ন মুর্শিদাবাদ ইতিহাস উৎসব-২০২১ উপলক্ষ্যে আয়োজিত হয় এই পদযাত্রা।

 

road show | newsfront.co
নিজস্ব চিত্র
dr rajashri chakborty | newsfront.co
ডঃ রাজর্ষী চক্রবর্তী, অধ্যাপক

৫ম বর্ষে পা দিল মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। শুধু জেলা নয়, সমস্ত বাংলার মানুষের মাঝে ইতিহাস সচেতনতা গড়ে তোলার জন্যই এই ইতিহাস উৎসব বলে জানান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রাজর্ষি চক্রবর্তী।

এই ইতিহাসের উপর নির্ভর করেই পর্যটন শিল্পের মাধ্যমে জেলার অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন রাজর্ষি বাবু।

আরও পড়ুনঃ কোচবিহার রাজবাড়িতে কেন্দ্রের মহোৎসব বন্ধের দাবীতে বিক্ষোভ

মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের আয়োজক সংস্থার সদস্য অরিন্দম রায় জানান, জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এদিনের পদযাত্রা সুসম্পন্ন হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here