নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আতঙ্কে বাজারে বিক্রি কমছে মুরগির মাংস-ডিমের। যার ফলে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। করোনা ভাইরাস আতঙ্কের জেরে ছড়িয়ে পড়া গুজবে আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারগুলিতে মুরগির মাংস ও ডিমের চাহিদাও অনেকে কম । ফালাকাটা সহ বিভিন্ন বাজার থেকে শুরু করে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাজারে বিক্রি নেই মুরগির মাংসর।
যদিও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মুরগির মাংস ও ডিম থেকে করোনার ভাইরাস ছড়ায় না। তাই মাংস ও ডিম নির্ভয়ে খাওয়া যেতে পারে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘গুজবে’ মুরগি থেকে একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ।
বিক্রি একবারের মাটিতে পড়ে যাবার দরুন মুরগির দামও কমিয়ে দিয়েছেন বিক্রেতারা। একশো থেকে একশো চল্লিশ টাকা কিলো দরে এখানকার বাজারগুলিতে বর্তমানে মুরগি বিক্রি হচ্ছে।
আরও পড়ুনঃ বেআইনি চোলাইয়ের বিরুদ্ধে অভিযান, বিক্ষোভের মুখে আবগারি দফতর
মুরগির মাংস থেকে আদৌ করোনা ভাইরাস ছড়ায় কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার সৌজন্যের দরুন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে মুরগি থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে খাসির মাংস ও মাছ বাজারে ভিড় অনেকটাই বেড়েছে।
ফালাকাটার জটেশ্বরের বাজারের মুরগির মাংস বিক্রেতা রফিকুল ইসলাম জানিয়েছেন, “মানুষ থেকে মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়াতে পারে। কিন্তু কিছু অসাধু মানুষ ফেসবুকে গুজব ছড়িয়েছে। আর তাতেই আমাদের ব্যবসা তলানিতে ঠেকেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584