সুদীপ পাল,বর্ধমানঃ
খরচের ব্যায়ভারে জর্জরিত বর্ধমান পুরসভা।একদিকে বিদ্যুৎ বিল, অবসরপ্রাপ্তদের পেনশন প্রভৃতি খাতে খরচ হচ্ছে আরও ১কোটি ৪০লক্ষ টাকারও বেশি অন্যদিকে চুক্তি ভিত্তিতে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বেতন প্রায় ৮২ লক্ষ টাকারও বেশি।ব্যায়ের যা বহর আয় তার থেকে অনেকটাই কম।প্রতি মাসে পুরসভার ব্যায় প্রায় ২কোটি ২৩ লক্ষ টাকার মত।ফলত এখন প্রশ্ন উঠছে আগামী দিনে অস্থায়ী কর্মীদের মাইনে কীভাবে দেওয়া হবে!সূত্রের খবর ডিসেম্বর মাসের বেতন কোনওরকমে জানুয়ারি মাসের অর্ধেক অতিক্রমের পর দেওয়া হয়েছে।কিন্তু সামনের মাসগুলোয় কি হবে তা নিয়ে চিন্তায় পুরসভা কর্তৃপক্ষ। আয় বাড়ানোর জন্য কর আদায়কারী বিভাগীয় প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে, ফেব্রুয়ারির শুরু থেকে শহরজুড়ে কর আদায়ের জন্য ক্যাম্প করার কথা। হাইমাস্ট লাইটের বিল আসল কি না তা যাচাই করে দেখা হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যদি দেখা যায় উপযুক্ত লাইসেন্স নেই তাহলে তাদের ফাইন করা হবে। এইভাবে আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পুরসভার এমন অনেক অস্থায়ী কর্মী রয়েছে যাদের কোন কাজে দেখা যায় না এবং কোন বিভাগে বসেন কি করেন কিছুই জানা যায় না। এইসব কর্মীদের দিকেও নজর দিচ্ছে পুরসভা। খরচ কমিয়ে পুরসভার ‘ওন ফান্ড’কে সুরক্ষিত করতে নজর দেওয়া হচ্ছে। তবে ব্যাপক খরচই আপাতত মাথাব্যথার কারণ পুরসভার।
আরও পড়ুন: বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার,ধৃত চার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584