নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের মধ্যে বিরল গ্রুপের রক্তের জোগান দিল মালদহের চাঁচলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘পাওয়ার অফ্ হিউম্যানিটি’। তবে এবার স্থানীয় হাসপাতাল চাঁচল নয়। ৬৩ কিমি গিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রক্ত জোগান দিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। দুজন প্রসূতিকে বিরল রক্তের জোগান দিয়েছেন তারা।
স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার মিজানুর ইসলাম জানিয়েছেন, ‘বন্ধু মারফত খবর পেয়ে আমরা রক্তের জোগান দিই। যদিও ওই বিরল রক্তের সন্ধান করতে চরম হিমশিম খেতে হয়েছে।’ উল্লেখ্য, মালদহের চাঁচল ২ নং ব্লকের নাগিনা বানু(৩০) এবং চন্দ্রপার গ্রামের ফিরোজা খাতুন (২০) এই দুই প্রসূতির রক্ত সঙ্কট দেখা দেয়। নাগিনার বানুর ও নেগেটিভ এবং ফিরোজা খাতুনের বি- নেগেটিভ। এই গ্রুপের রক্ত পাওয়া একটা সমস্যার বিষয়।
আরও পড়ুনঃ রায়গঞ্জে উকিলপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু
বিষয়টি জানতে পেরে রক্ত মালদহ মেডিক্যালে পৌঁছে দেন সংস্থার সদস্যরা। তবে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই প্রসূতি শয্যাসায়ী থাকলেও চাঁচল হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী গ্রুপের রাইহান হোসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584