মেলেনি রেলের অনুমতি, স্থগিত বিদ্যুৎ প্রকল্পের কাজ

0
27

সুদীপ পাল, বর্ধমানঃ

দীর্ঘ ছয় মাস ধরে প্রকল্পের কাজ আটকে রয়েছে শুধুমাত্র অনুমতির অপেক্ষায়। পূর্ব বর্ধমানে হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বর্ধমান, গুসকরা ও মেমারি শহরে ১১ হাজার ভোল্টের তার মাটির নিচে দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। ঝড়-জলে তার ছিঁড়ে যাওয়ার মত বিপত্তি আটকানোর পাশাপাশি মাটির তলা দিয়ে তার গেলে ভোল্টেজও বাড়বে বলে দাবি বিদ্যুৎ দপ্তরের।

power project Work suspended
নিজস্ব চিত্র

মেমারিতে ইতিমধ্যে প্রস্তাবিত ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে ১১ কিলোমিটারে তার পাতা শেষ। কিন্তু মেমারি শহরের ভিতরে থাকা রেলের দুটি লেভেল ক্রসিংয়ের তলা দিয়ে তার নিয়ে যাওয়া যাচ্ছে না। ফলে ছয় মাস ধরে আটকে রয়েছে প্রকল্পের কাজ।

বর্ধমান হাওড়া মেন লাইনের তলা দিয়ে তার নিয়ে যাওয়ার অনুমতি ছয় মাস পরেও রেল দেয়নি। কিন্তু কেন রেল অনুমতি দিল না? এসম্পর্কে জানা যায়, এই ধরনের তার নিয়ে যাওয়া রেললাইনের তলা দিয়ে সম্ভব কিনা রেলের বিদ্যুৎ বিভাগ সমীক্ষা করে দেখছে।

আরও পড়ুনঃ দিনদুপুরে শিক্ষকের বাড়িতে চুরি

রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগমের মেমারি বিভাগের বিভাগীয় ম্যানেজার গৌতম দত্ত জানান, রেলের অনুমতি পেলে মাটির তলায় থাকা বিদ্যুতের তারের সংযোগ করে দেওয়া হবে। মেমারি শহরের বিদ্যুৎ পরিবহন করার জন্য ‘রিং’ ব্যবস্থার মাধ্যমে তারগুলিকে একসাথে বাঁধা হচ্ছে। এদিকে সমীক্ষার রিপোর্ট পাওয়ার পরে অনুমতি দেওয়া হবে কিনা তা পূর্ব রেলের পরিচালন সংস্থা ঠিক করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here