এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে ভুয়ো মাস্টাররোলে টাকা হাতানোর অভিযোগ

0
379

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কাজ না করে টাকা হাতানোর অভিযোগ।বিক্ষোভ বেলদা ৮/১ অঞ্চলে।ভুয়ো মাস্টার রোল বের করে সরকারি বিভিন্ন কাজে টাকা হাতানোর অভিযোগে বেলদা ১ অঞ্চলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীসহ গ্রাহকেরা।পাশাপাশি অঞ্চল প্রধান, সমষ্টি উন্নয়ন আধিকারিক,জেলাশাসক এমনকি মুখ্যমন্ত্রী দপ্তরেও অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা।

নিজস্ব চিত্র

তাদের অভিযোগ এলাকায় কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা কোন একটি কাজের ভুয়ো মাস্টার রোল বের করে টাকা তুলে নিচ্ছেন।তবে অঞ্চল সূত্রে জানানো হয়েছে অনলাইন পেমেন্ট এর কারণে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দাখিল করতে হয় তার ফলে টাকা তোলা হয়ে গেছে বলে স্ট্যাটাসে দেখানো হয়।বস্তুতপক্ষে কোনরূপ টাকা আজ পর্যন্ত কেউ তুলে দিতে পারেনি।পাশাপাশি সামাজিক বনসৃজন এবং জমি সমতলীকরন এর টাকা বরাদ্দ হলেও এখনও পর্যন্ত কোন এজেন্টকে দেওয়া হয়নি।এমনই এক শৌচালয় প্রাপক পাতলি পাটনার বাসিন্দা গুরুপদ বাগ জানিয়েছেন-“গতবছর অঞ্চলে গিয়ে ৯০০ টাকা দিয়ে এসেছিলাম শৌচালয় পাওয়ার জন্য।কিন্তু আগের প্রধানের সময় নেতা আবারো টাকা চায় শৌচালয় দেওয়ার জন্য,এখনও পর্যন্ত আমার বাড়িতে শৌচালয় তৈরি হয়নি।আমি প্রধান এবং ভিডিওর কাছে আবেদন করছি শৌচালয় যাতে আমার বাড়িতে তৈরি হয়।”সামাজিক বনসৃজন ও বেশ কয়েক লক্ষ টাকার আর্থিক দুর্নীতিতে পড়েছে বেলদা ‍১ নং অঞ্চল।বোর্ড লাগানো হলেও গাছ লাগানো হয়নি সামাজিক বনসৃজন এর হলে নিজে থেকেই কদম গাছ লাগানো হয়েছে।অঞ্চল থেকে শুধুমাত্র গাছ লাগানোর জন্য মাটির সাফাই এবং সার দেয়া হয়েছে।তবে কাজ হয়েছে বলে বোর্ড জুড়ে দিয়ে গেছে অঞ্চল থেকে।এলাকাবাসী ভুবন দাস জানিয়েছেন-“কিছু মুষ্টিবদ্ধ লোক সরকারের পাঠানো টাকা নয় ছয় করছে।কাজ হয়নি তবুও কাজের বোর্ড লাগিয়ে টাকা তুলে নিচ্ছে।কোথাও ভুয়ো মাস্টার রোল বের করে টাকা হাতানোর চেষ্টা করছে।অঞ্চল প্রধান, বিডিও এবং জেলা শাসকের কাছে অভিযোগ করেছি।দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।”তবে পঞ্চায়েতের সাফ জবাব,তেনারা এসকল সংক্রান্ত কিছু জানেন না।তবে অভিযোগ এসেছে এই আর্থিক দুর্নীতির এবং বৃহস্পতিবার বিক্ষোভ দেখানো হয়েছে অঞ্চল অফিস জুড়ে।তবে তিনি শৌচাগার নির্মাণ এর আর্থিক তছরূপের অভিযোগ কিছুটা স্বীকার করে নিয়েছেন।

অভিযোগ পত্র। নিজস্ব চিত্র

তিনি বলেন-“গ্রাহকেরা যা বলছেন এবং কাগজপত্রে যা দেখার চেয়ে মনে হচ্ছে টাকা তোলা হয়ে গেছে।তবে এ টাকা অঞ্চল থেকে দেয়া হয় না সম্পূর্ণ দায়িত্ব বিডিও অফিসের।” এর পর তিনি বলেন তবুও তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন যাতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here