করোনা যোদ্ধাদের পিপিই -কিট বিতরণ

0
28

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা যুদ্ধে সামিল স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী ও প্রশাসনিক কর্মীদের হাতে তাদের সুরক্ষার জন্য “পিপিই কিট” তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ।

PPE kit distribute | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার দুপুরে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের উদ্যোগে করোনা যুদ্ধে সামিল হওয়া পতিরাম এলাকার চারটি উপস্বাস্থ্য কেন্দ্র ও পতিরাম পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ কর্মীদের পাশাপাশি বালুরঘাট জেলা হাসপাতাল ও কোভিড হাসপাতালের কর্মীদের জন্যও ৯০ জি এস এম এর ২৫ টি পারসোনাল প্রটেকটিভ ইকুউটমেন্ট কিট (পিপিই কিট) গুলি তুলে দেয়।

আরও পড়ুনঃ যুব তৃণমূলের উদ্যোগে শালবনিতে স্বেচ্ছায় রক্তদান শিবির

পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের করোনা নিয়ে তাদের এলাকার জনগণের কল্যাণ মুলক ও সচেতনতা মুলক কাজে নিজেদের এই নিয়ে ২৪ তম প্রয়াস বজায় রাখল। আগামীতে তারা এলাকার ৬০০ টি পরিবারের মধ্যে করোনা সংক্রমণ রুখতে দেহের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আর্সেনিক অ্যালবাম থার্টি হোমিওপ্যাথি ওষুধ (ইম্যুউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে বলে যা হোমিওপ্যাথি বিশেষজ্ঞগণের দাবি) বিতরণ করে, করোনার বিরুদ্ধে তাদের ২৫ তম কর্মসূচির মধ্যে দিয়ে লড়াই জারি রাখবে বলে পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চের তরফে দাবি জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here