নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফের প্রতীকের ঘর থেকে আরেকটি গান সঙ্গীত রসিকদের জন্য। পরপর চারটি গান প্রকাশ হয়েছে প্রতীক কর্মকারের। বলা বাহুল্য, সবকটি গানই হিট। প্রতীকের ‘পি আর স্টুডিওজ’ থেকে ‘সত্যি প্রিয়া’ রিলিজ হওয়ার পর থেকেই ট্রেন্ডিং- এ রয়েছে।
প্রতীক নিজে গেয়েছেন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও প্রোগ্রামিং করেছেন, সবকটি বাদ্যযন্ত্র নিজে বাজিয়েছেন এবং গানটির রেকর্ডিং-ও নিজেই করেছেন। গানটি সুর করেছেন সুরঞ্জন ঘোষ এবং লিখেছেন প্রদীপ ধর।
গানটি শ্রুতিমধুর। একই সঙ্গে দৃষ্টিনন্দন। গানটি মাত্র দু’ দিনে অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
প্রসঙ্গত, প্রতীকের এখনও পর্যন্ত ৪০ টি গান বেরিয়েছে এই বছরে। সেই ৪০ টির মধ্যে ৩২ টি গান ট্রেন্ডিং-এ ছিল এবং এখনও আছে। পরবর্তীতে প্রতীকের আরও অনেক গান আসতে চলেছে বিভিন্ন শিল্পীদের সঙ্গে। প্রচুর ওয়েব সিরিজেও কাজ করছেন প্রতীক।
আরও পড়ুনঃ তৈরি হচ্ছে সাসপেন্সে মোড়া বাংলা ছবি ‘নিধন’
প্রতীক জানিয়েছেন, এই বছরের শেষের দিকে ‘মিশন সুন্দরবন’ নামে তাঁর একটি ফিচার ফিল্ম আসতে চলেছে যেখানে তিনি গীতিকার, সুরকার এবং মিউজিক অ্যারেঞ্জার হিসেবে কাজ করছেন।…
নিউজ ফ্রন্ট-কে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে প্রতীক খুব আপ্লুত এবং উচ্ছ্বসিত।এবং তাঁর পরবর্তী কাজগুলোতেও নিউজ ফ্রন্টকে পাশে পাবেন বলে আশাবাদী তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584