শ্যামল রায়,কালনাঃ
কালনার মেয়ে সায়নী দাস।তিনি ইতিমধ্যেই ইংলিশ চ্যানেল, রটনেসও চ্যানেল জয়ী হওয়ার পর এখন আমেরিকার ক্যাটলিনা জয় করার লক্ষ্যে পা বাড়াচ্ছেন।২০ বছরের এই সাঁতারু এই মেয়ে নিজ গুনে ইতিমধ্যে বেশ জনপ্রিয়।সোমবার সাঁতারু সায়নী জানিয়ে দিয়েছে যে ভাবেই হোক আমেরিকার ক্যাটলিনা জয় লাভ করবেই।চলতি বছরের আগামী ৭ জুন জলে নামবেন সায়নী।আরো জানা গিয়েছে যে রাতের অন্ধকারে সাঁতার কাটতে হবে।রাতের অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে কালনা শহরের জিউধারা এলাকার বাসিন্দা সাঁতারু রীতিমতো অনুশীলন শুরু করে দিয়েছে জোরকদমে।প্রতিদিন ভোর ছয়টা থেকে টানা ১৪ থেকে ১৫ ঘণ্টা সাঁতার কাটছে সায়নী।
সায়নী কে উৎসাহ দিতে এলাকার বহু মানুষ উপস্থিত থাকছেন তাকে সাহস যোগাতে।
মাঝেমধ্যে স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু এবং কালনা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরাঙ্গ গোস্বামী এসে তাকে সাহস জোগাচ্ছেন।এদিন সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানিয়েছেন যে,
‘আমেরিকার ক্যাটলিনা চ্যানেলের দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার।রাতের অন্ধকারে সাঁতার কাটতে হবে তাকে তাই রাতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সায়নী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে যাচ্ছে ওর মনোবল বৃদ্ধি পায় সে ব্যাপারে আমরা উৎসাহ যোগাচ্ছি এবং তার পাশে আছি।
আরও পড়ুনঃ খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু অনুশীলন
আমাদের দৃঢ় বিশ্বাস ইংলিশ চ্যানেল ও রটনেস চ্যানেল যখন জয় করেছে তখন আমেরিকার ক্যাটলিন চ্যানেল ও জয় করবেই।’বর্ধমান জেলা বাসী এখন এই সাঁতারু মেয়ের স্বপ্ন সত্যির প্রার্থনা করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584