খড়্গপুরে প্রচার শুরু প্রদীপের

0
23

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই খড়্গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হিসাবে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন প্রাক্তন পৌর প্রধান প্রদীপ সরকার। নমিনেশন ফাইল জমা দেওয়ার পর থেকেই কোমর বেঁধে জোরকদমে ময়দানে নেমে পড়েছে প্রচারকার্যে। শুক্রবার খড়্গপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রচারকার্য চালাল তৃণমূল কংগ্রেস।

Pradeep started campaigning in Kharagpur
প্রচারে প্রদীপ সরকার। নিজস্ব চিত্র

এদিন প্রদীপ সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা ধর্মের কোন রাজনীতি করি না, এই ওয়ার্ডের সার্বিক যেসব সমস্যা রয়েছে তা সমাধানের ব্যবস্থা করব। এর আগে শহরে রাত হলেই ছিনতাইয়ের ভয়ে বাড়ি থেকে বের হতে পারত না, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় গোটা শহরে লাইটের মাধ্যমে আলোকিত করেছি ফলে অনেকটা স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। আগামী দিনে যদি আমি ভোটে জয়লাভ করতে পারি তাহলে আরও উন্নয়ন করবো এমনি বক্তব্য দেন উপনির্বাচন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here