মদ বিরোধী আন্দোলনে সিতাইয়ের প্রমিলা বাহিনী

0
44

মনিরুল হক, কোচবিহারঃ

Pramila forces in the anti-alcohol movement | newsfront.co
নিজস্ব চিত্র

মদের ঠেক ভাঙ্গতে এগিয়ে এলো প্রমিলা বাহিনী। এলাকার পরিবেশকে দূষিত করছে মদ্যপরা। এলাকার পরিবেশকে সুস্থ ও সুন্দর ভাবে গড়ে তোলার আবেদন নিয়ে স্থানীয় বিধায়কের কাছেও যান প্রমিলা বাহিনী। সিতাইয়ের কালিরহাট বাজারে মদ বিরোধী মহা মিছিল করে এলাকার মহিলারা।

Pramila forces in the anti-alcohol movement | newsfront.co
নিজস্ব চিত্র

প্রমিলা বাহিনীর এই আন্দোলনকে সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়েছে এলাকার সাধারন মানুষেরা। বুধবার বিকেলে কালিরহাট এলাকার মহিলারা একজোট হয়ে এই আন্দোলন গড়ে তোলে।

আরও পড়ুনঃ বিনা পয়সায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তাক লাগালো ছয় যুবক

প্রসঙ্গত, গতকাল এই ইস্যুতে স্থানীয় থানায় বিক্ষোভ দেখায় ওই প্রমিলা বাহিনী। একই সাথে মদ বন্ধের দাবি নিয়ে সিতাই থানায় একটি স্মারক পত্রও দেয় তারা। শুধু পুলিশের কাছেই নয় সিতাই বিধানসভার কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার কাছেও মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here