প্রসাদ বিলি বন্ধ মন্দিরে

0
39

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

বর্ধমান সদর শহরের অন্যতম জনপ্রিয় মন্দির সর্বমঙ্গলা মন্দির। বছরভর এই মন্দিরে দূর-দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন।

prasad distribute closed in temple for coronavirus | newsfront.co
ছবিঃ প্রতীকী

কিন্তু বর্তমানে করোনাভাইরাসের জেরে মন্দির চত্বর প্রায় জনশূন্য। মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে, করোনাভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য প্রসাদ বিতরণ, প্রসাদ খাওয়া সবই বন্ধ থাকবে।

সাধারণ মানুষের প্রসাদ পাওয়া বন্ধ হলেও দেবীর ভোগ রান্না বন্ধ করা হচ্ছে না। নিষেধ আরোপ করা হয়নি পূজো দেওয়ার ক্ষেত্রেও। তবে মন্দির চত্বরে কর্তব্যরত পুলিশ কর্মী এবং পুরোহিতের বলা হয়েছে কোন ভাবেই ভক্তদের ভিড় যাতে না হয় তা খেয়াল রাখতে হবে।

মন্দিরের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

বড়বেলুন থেকে আগত এক ভক্ত জানান, ‘বহুদিন ইচ্ছে ছিল মায়ের ভোগ খাবো। কিন্তু মন্দির কর্তৃপক্ষের নির্দেশে আপাতত তা বন্ধ রয়েছে। মায়ের কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি থেকে সকলকে রক্ষা করুন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here