প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
চিকিৎসক থেকে শুরু করে নার্সিং ষ্টাফ। এবং স্বাস্থ্য কর্মীদের যাতায়াতের দায়িত্ব নিজের কাধে তুলে নিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের অস্থায়ী কর্মী তথা আই এন টি টি ইউ সি স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক।
নিজের ছয় মাসের বেতন দিয়ে চারটি টোটোর ব্যবস্থা করেছেন তিনি। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত হাসপাতালের চিকিৎসক,নার্স এবং স্বাস্থ্য কর্মীদের আনা নেওয়ার কাজ করবেন। প্রশান্তবাবুর এই উদ্যোগে উপকৃত হয়েছেন হাসপাতালের সমস্ত স্তরের স্বাস্থ্য কর্মীরা।
আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে নয়া উদ্যোগ নিল গোপালপুর চা বাগান
করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন চলছে।এই লক ডাউনের মধ্যেই দূরদূরান্ত থেকে নার্সিং ষ্টাফ,স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা দিতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে আসছেন।
ফলে রাস্তায় অটো, টোটো না থাকায়, সদস্যদের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে দিতে হচ্ছে। আবার ডিউটি শেষ হবার পর তাদের হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি।
পাশাপাশি প্রশান্তবাবু, হাসপাতালের কর্মী হবার সুবাদে হাসপাতালের নার্সিং ষ্টাফ, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যাতায়াত করতে কি ধরনের সমস্যায় পড়ছেন তা তিনি অনুভব করেছেন। তবে প্রশান্তবাবুর এই উদ্যোগে খুশী হাসপাতালের কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584