অমিতের হুঙ্কারে পাল্টা জবাব প্রশান্তের, টুইটে চ্যালেঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রীকে

0
157

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জেডি-ইউ উপপ্রধান ও নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর।

prashant kishor challenge to home minister amit shah over caa nrc via tweet | newsfront.co
প্রশান্ত কিশোর। চিত্র সৌজন্যঃ এনডিটিভি বাংলা

মঙ্গলবার লখনউয়ের এক সভা থেকে বিরোধীদের উদ্দেশে চ্যালেঞ্জ করে অমিত শাহ বলেন, যতই প্রতিবাদ হোক দেশ জুড়ে সিএএ কার্যকর হবে। পাল্টা জবাবে প্রশান্ত কিশোর জানান, “হিম্মৎ থাকলে সিএএ ও এনআরসি প্রয়োগ করে দেখান”।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর সিএএ এবং এনআরসি নিয়ে এক টুইট বার্তায় বলেন, “জনগণের মতামত না নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া একটি সরকারের শক্তি হতে পারে না। যাঁরা আন্দোলন করছেন, তাঁদের জন্য যদি বিন্দুমাত্র চিন্তা না থাকে, তাহলে যেভাবে এতদিন প্রচার করে আসছেন সেভাবেই সিএএ ও এনআরসি লাগু করে দেখান।”

আরও পড়ুনঃ মোদি-শাহ জুটির নয়টি মিথ্যা তুলে ধরে বিজেপিকে কটাক্ষ কপিল সিবলের

অমিত শাহের আত্মভরিতাপূর্ণ মন্তব্যকে চ্যালেঞ্জের সাথে উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দেওয়ায় প্রশান্তের দিকে মুখিয়ে আছে অনেকেই। রাজনৈতিক মহলের নেতারা সাধুবাদ জানিয়েছেন তাঁকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here