নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনায় নিজেদের মা-বাবাকে হারিয়ে অনাথ হয়েছে দেশের বহু শিশু। মোদি সরকার ঘোষণা করেছে, এই সমস্ত অনাথ হয়ে যাওয়া শিশুদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে সরকার। কেন্দ্র ঘোষণা করেছে, করোনা অতিমারীর কারণে পিতৃ-মাতৃহীন শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য পিএম কেয়ারস ফান্ড থেকে অর্থ খরচ করা হবে। সেই ঘোষণাকে সরাসরি কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পিছনে ঠিক কি উদ্দেশ্য রয়েছে সে বিষয়ে ‘কৃতজ্ঞতা’ জ্ঞাপনের সুরে কটাক্ষে ভরা সমালোচনা করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।সরকারের এই ঘোষণার পিছনে ঠিক কি উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে ‘কৃতজ্ঞতা’ সুরে চূড়ান্ত কটাক্ষ করে একাধিক টুইট করেছেন পিকে। প্রথম টুইটে তিনি এই সিদ্ধান্তকে মোদি সরকারের নিজস্ব ধাঁচের ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেছেন, করোনা মোকবিলায় সম্পূর্ণ ব্যর্থ এই সরকার এখন এই সব সিদ্ধান্ত নিয়ে সহানুভূতি আদায় করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ বাংলায় কেন লাগু হল না সিএএ! কার্যত হতাশ মতুয়া সম্প্রদায়
পিকে লিখেছেন, আজকের এই অনাথ শিশুরা এখন সাহায্য পাওয়ার জন্য ১৮ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করবে, মনে আশা রাখবে, ইতিবাচক মনোভাব নিয়ে এখন থেকেই বাঁচতে শিখবে। কারণ তাদের লক্ষ্য থাকবে ১৮ বছর বয়স হলে তারা বৃত্তি পাবে।
অন্য আরেকটি টুইটে করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার বিষয়টি নিয়েও মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পিকে। তাঁর বক্তব্য, বিনামূল্যে শিক্ষার অধিকার তো সংবিধান স্বীকৃত! অর্থাৎ পিকে অলিখিত প্রশ্ন তুলেছেন, তা করোনায় আক্রান্ত শিশুদের জন্য নতুন করে ঘোষণা করার কি কারণ ঘটলো!
আরও পড়ুনঃ করোনা আক্রান্তের মৃতদেহ ছুঁড়ে ফেলা হচ্ছে নদীতে, যোগীরাজ্যে ক্যামেরাবন্দি নিদারুণ এই দৃশ্য
শনিবার কেন্দ্র ঘোষণা করে যে, করোনার পিতৃ-মাতৃহীন শিশুদের আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ’নিয়ে পিকের কটাক্ষ ভরা টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর দফতরকে ধন্যবাদ যে এই অনাথ শিশুদের আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। যে প্রকল্প ৫০ কোটি ভারতীয়কে স্বাস্থ্যসুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে। অথচ প্রয়োজনের সময় বেড, অক্সিজেন কিছুই পাওয়া যাচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584