নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দশকের বেশি সময় জেল খেটে ইসরায়েলে ফিরলেন দেশটির গোয়েন্দা জনাথন পোলার্ড। এই গুপ্তচরকে বিমানবন্দরে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রের তথ্য গোপনে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার অপরাধে তাঁর কারাদণ্ড হয়েছিল। গুপ্তচরবৃত্তি করা কালীন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চাকরি নিয়েছিলেন তিনি।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) তথ্য বলছে, পোলার্ড মার্কিন নৌবাহিনীতে অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন। ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯৮৫ সালে তাঁকে আটক করা হয়।
পোলার্ড ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় বছর ধরে সম্পর্ক রেখেছিলেন। তিনি তাঁদের বিভিন্ন গোপন তথ্য সরবরাহ করতেন। একপর্যায়ে তাঁর কার্যক্রম নিয়ে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দাদের সন্দেহ তৈরি হয়। ওই সময় পোলার্ড তাঁর আওতার বাইরে থাকা প্রচুর গোপন তথ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে ভবনের বাইরে গোপন তথ্য নিয়ে যেতেও দেখা যায়।
আরও পড়ুনঃ টেক্সাসের গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত যাজক
ওই ঘটনার তিন দিন পরেই পোলার্ড ও তাঁর তখনকার স্ত্রী অ্যানি হেন্ডারসনকে ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের বাইরে আটক করা হয়। দূতাবাস তাঁদের আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করে। দুই বছর পরে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। শেষমেশ গত মাসে মার্কিন কর্তৃপক্ষ তাঁকে ইসরায়েলে ফেরার অনুমতি দেয়।
আরও পড়ুনঃ ভোটের ফল পাল্টে দিতে চাপ! ট্রাম্পের ফোন কলের অডিও রেকর্ড ফাঁস
জনাথন পোলার্ড ও তাঁর স্ত্রী এস্থার একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে গত বুধবার ইসরায়েলে ফেরেন। ওই উড়োজাহাজটি শেলডন অ্যাডেলসন নামের এক কোটিপতি ক্যাসিনো ব্যবসায়ীর। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক বলে পরিচিত।
পোলার্ড ও তাঁর স্ত্রীকে স্বাগত জানাতে তেল আবিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেতানিয়াহু। তিনি তাঁদের একটি ইসরায়েলের পরিচয়পত্র তুলে দেন। দেশে ফিরে পোলার্ড বলেন, ‘৩৫ বছর পরে আমরা বাড়িতে ফিরতে পেরে আনন্দিত। আমরা ইসরায়েলের নাগরিক। আমাদের এ দেশে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।‘ নেতানিয়াহু বলেন, ‘পোলার্ড এখন স্বাধীন ও খুশিমতো নতুন জীবন শুরু করতে পারবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584