বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ব্যর্থতা দেখছেন পিকে, স্পষ্ট করলেন টুইট করে

0
81

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

সামনে ২০২৪ সালে আবার লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বর্তমানে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে হারাতে এককাট্টা বিরোধীরা। বিরোধীরা যখন একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট ময়দানে ঝাপাতে চাইছে, তখনই বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের অন্যতম ভোট কুশলী প্রশান্ত কুমার (পিকে)।

prashant kishore

বৃহস্পতিবার টুইটারে রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, “কংগ্রেস যে আদর্শ এবং পরিসরে প্রতিনিধিত্ব করে, তা শক্তিশালী বিরোধী পক্ষের প্রয়োজন। কিন্তু কংগ্রেসের নেতৃত্বে কোন ঈশ্বর প্রদত্ত অধিকার নয়। বিশেষ করে গত ১০ বছরে ৯০ শতাংশ নির্বাচনে কংগ্রেস হেরেছে। বিরোধী নেতৃত্বের সিদ্ধান্ত হোক গণতান্ত্রিক পদ্ধতিতে। ”

বিশেষ ভাবে উল্লেখ্য, এই প্রশান্ত কিশোরের অন্যতম সহযোগী মহরথী বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই সফরে আছেন। সেখানে তিনি বিজেপি বিরোধী জোটের অংশ হিসাবে শরদ পাওয়ার সাথে বৈঠক করেন। বৈঠকের পর জানান, “যেখানে যে দল শক্তিশালী তাকে সেখানে জায়গা ছেড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে।”

আরও পড়ুনঃ আন্দোলনে নিহত হয়েছে কৃষক এমন তথ্য নেই, ক্ষতিপূরণের দাবি নস্যাৎ করলেন কৃষি মন্ত্রী

এছাড়াও বুধবার তিনি শিল্পপতিদের সাথে এক বৈঠকে, নাম না করে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের অবস্থান নিয়ে রাহুল গান্ধীকে খোঁচা দেন। মমতা বলেন, “কেউ যদি বিদেশে গিয়ে বসে থাকেন, রাস্তায় নেমে লড়াই না করেন, তাহলে বাকিরা কেন বিজেপির টিআরপি বাড়তে দেবেন? ”

আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলে কেন জিএসটি নয়? সঠিক কারণ জানাতে কেন্দ্রকে নির্দেশ কেরালা হাইকোর্টের

যদিও কয়েক মাস আগে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগদান করবেন। কিন্তু সেই গুজব প্রায় উবে গেছে হাওয়ার মতো। আর পিকের কংগ্রেসকে নিশানা বানিয়ে একের পর এক মন্তব্য কংগ্রেসে যোগদানের ব্যাপারটিতে জল ঢেলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here