নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পরিস্থিতি জটিল। আস্কিং রেট বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গিয়েছে, যে এক ওভারে ছয়টা ছয় না হলেও ছয় বলে ছয়টা চার তো দরকারই দরকার, ডিফেন্স করলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ আইএসএল খেলতে আর এই মরসুমে পারবে না শতবর্ষ তে পা দেওয়া ইস্টবেঙ্গল।

একের পর এক মেইল শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়-এর সঙ্গে ক্লাব কর্তাদের কথার সারমর্ম হল প্রসূন চাইছেন নিশ্চিত হতে আইএসএল ক্লাব খেলবে তারপরেই তিনি ইনভেস্ট করবেন। ইস্টবেঙ্গল কর্তারা সমর্থকদের আশ্বাস দিলেও প্রসূন বাবুকে কথা দিতে পারেননি। ৩১ আগস্ট সূচি প্রকাশ আইএসএল-র। ফলে এত কম ও কঠিন সময়ে কে এই ক্লাবের দায়িত্ব নেবেন সেটা ভাবতে দিশেহারা ক্লাব কর্তারা। তারাও যেন ঝিমিয়ে পড়েছেন।

ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলছিলেন, ‘করোনা পুরো আমাদের শেষ করে দিয়ে গেলো। নাহলে মার্চ মাসের শেষের দিকেই ক্লাবের জন্য ভালো খবর আসত। তবুও আশা ছাড়ছি না, আমরা শেষ দেখে ছাড়বো। শেষ অবধি লড়াই করবো।‘ তার কথাতে স্পষ্ট এবছর আর লাল হলুদ তাঁবুতে আইএসএলর দেখা নেই।
আরও পড়ুনঃ টানা ৯বার ইতালি সেরা জুভেন্টাস

তবে এমন কঠিন জায়গা থেকে অতীতে এমন অনেক ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন বহু যুদ্ধের নায়ক দেবব্রত সরকার। এবার তেমনি কিছু ঘটবে। খোঁচা খাওয়া ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর। সেই আশাতেই দিন গুনছেন লাল হলুদ জনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584