নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
স্টার মিডিয়া ভেঞ্চারস, প্রত্যুষ প্রোডাকশন্স এবং নিও স্টুডিওস-এর নতুন প্রয়াস সপ্তশ্ব বসুর ডার্ক থ্রিলার ‘প্রতিদ্বন্দ্বী’। সম্প্রতি রিলিজ করল ছবির পোস্টার। পোস্টার উন্মোচনে ছবির দুই মুখ্য চরিত্রাভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।
পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আয়োজিত পোস্টার লঞ্চ অনুষ্ঠানে এদিন শাশ্বত এবং রুদ্রনীল ছাড়াও হাজির ছিলেন অভিনেতা সৌরভ দাস, সায়নী ঘোষ, রাজদীপ সরকার, মাহি কর, রিনি ঘোষ, পরিচালক সপ্তশ্ব বসু, স্টার মিডিয়া ভেঞ্চারের কর্ণধার সপ্তর্ষি সেন ও শুভদীপ ভৌমিক, প্রত্যুষ প্রোডাকশন্স-এর অংশুমান প্রত্যুষ এবং নিও স্টুডিও-র তুষার বসু।
ছবিটি মুক্তি পাবে আসন্ন বড়দিনে। ডিরেক্টর সপ্তশ্ব বসুর দ্বিতীয় ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ একটি ক্রাইম ড্রামা। এর মধ্যে চিকিৎসাজগতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
রুদ্রনীল ঘোষকে দেখা যাবে অঙ্ক শিক্ষক সুকুমার সেনের চরিত্রে। গল্পে তার প্রতিদ্বন্দ্বিতা ড.বক্সীর সঙ্গে। এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিটির ব্যাকড্রপ ঠিক সেই সময়ে যখন শহরে খুন এবং অপহরণ প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। বাকিটা জানতে হলে অপেক্ষা কাম্য।
আরও পড়ুনঃ শীতের শহরে আসছেন জুনিয়র বচ্চন
অন্যান্য চরিত্রদের মধ্যে অন্যতম হলেন সিদ্ধার্থ (সৌরভ দাস)। সে একজন উকিল তথা গোয়েন্দা। সে বিভিন্ন কেস সমাধান করে তার সহযোগী জেনির সঙ্গে (রিনি ঘোষ)। সায়নী ঘোষ এক রাজনীতিকের চরিত্রে প্রথমবার অভিনয় করেছেন। তার অতীতের অনেক গোপন কাহিনি গল্পের রহস্য সমাধানের সূত্র হিসেবে কাজ করবে।
আরও পড়ুনঃ মুক্তি পেল ‘সর্বভূতেষু’র গান
এদিন ‘প্রতিদ্বন্দ্বীর’ ডিরেক্টর সপ্তশ্ব বসু জানান, “প্রতিদ্বন্দ্বী আসলে একটা শহরের ঘটনা যেখানে সবাই সবার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। সিনেমায় সংগীতকেও খুবই সমসাময়িকভাবে রাখা হয়েছে গল্পের সঙ্গে মিল বজায় রেখে এবং এটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন রাজ ডি এবং প্রতীক কুন্ডু।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584