নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রেক্ষাগৃহে মুক্তি পেল পরিচালক সপ্তাশ্ব বসুর তৈরি ডার্ক থ্রিলার ‘প্রতিদ্বন্দ্বী’। এই সময়ে দাঁড়িয়ে হলে ছবি রিলিজ করানো বেশ ঝুঁকিই বলা যেতে পারে। কেননা অধিকাংশ মানুষই, বিশেষত সচেতন মানুষ জমায়েতে যেতে আজও ভীত সন্ত্রস্ত।
সেই জায়গায় দাঁড়িয়ে ছবিটিকে ওটিটি-তে আনা গেলেও যেতে পারত। কিন্তু সেই পথে না হেঁটে ‘প্রতিদ্বন্দ্বী’ গুটি গুটি পায়ে হেঁটে পৌঁছে গেল সিনেমা হলে৷
আরও পড়ুনঃ ‘মোহর’-এ এক ঘণ্টার মহাপর্ব
শহরের এক মাল্টিপ্লেক্সে আয়োজিত প্রিমিয়ারে হাজির ছিলেন ছবির পরিচালক সপ্তাশ্ব বসু, অভিনেতা রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, রাজদীপ সরকার সহ অন্যান্য কলাকুশলীরা। তবে, প্রিমিয়ারে অনুপস্থিত ছিলেন ডঃ বক্সি ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়।
ছবিতে দুই বিপরীত দিকের মানুষের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। প্রতিদ্বন্দ্বিতা চলে এদের মধ্যেই। চিকিৎসা বিজ্ঞানকে কেন্দ্রে রেখে এগোয় গল্প। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে এই ছবির নির্মাণ।
দুটি বাচ্চা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিডন্যাপ হয় ডঃ বক্সির ছেলে। বাকিটা বলে দিলে দেখার মজাটা চলে যাবে। তবে, এই ছবির মূল ভাবনা হল- আধুনিক দুনিয়ায় বেশিরভাগ মানুষের উপরই আস্থা রাখা মুশকিল এবং বন্ধু-বান্ধবদেরও পুরোপুরি ভরসা করা সহজ নয় আর। সবাইকে একে অপরের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করাই স্বাভাবিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ মহাপর্বে ধ্রুবর প্রতি প্রতিশোধপরায়ণ তারা
বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি। ছবিতে ডঃ বক্সির চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, অঙ্কের প্রফেসর সুকুমার সেনের চরিত্রে রুদ্রনীল ঘোষ, রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে সায়নী ঘোষকে। তাঁর চরিত্রের নাম মায়া। সিদ্ধার্থ চরিত্রে সৌরভ দাস, জেনির চরিত্রে রিনি ঘোষ, মায়ার চরিত্রে সায়নী ঘোষ।
সৌরভ, রাজদীপ এবং রিনির ভূমিকা বেশ অন্যরকম। সায়নীও চেনা ছকের বাইরে। ছুটির আমেজে সিনেমা হলে দেখে নিন ‘প্রতিদ্বন্দ্বী’। মাস্ক, স্যানিটাইজার আর দূরত্ব মেনে চললেই আর চিন্তার কিছু নেই। প্রিমিয়ারে এসে সুকুমার সেন থুড়ি রুদ্রনীল ঘোষ সকলকে এই কথাই বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584