নেশা ও পেশার টানে প্রতিমা গড়েন সোমা

0
103

সুদীপ পাল,বর্ধমানঃ

তিনি রাঁধেন,চুল বাঁধেন, এবং মৃন্ময়ী মূর্তি গড়েন।তিনি বর্ধমানের মানকরের সোমা মন্ডল। এবারে চল্লিশটি কালী মূর্তির বরাত পেয়েছেন। নিজের নাওয়া খাওয়ার সময় নেই অথচ সংসার সামলে দিব্যি চালিয়ে যাচ্ছেন মূর্তি গড়ার কাজ।সকালে উঠে রান্নার যাবতীয় কাজ শেষ করে মূর্তি গড়া শুরু করেন।মাঝে বাচ্চা ছেলেকে খাইয়ে আবার শুরু,চলে দুপুর অব্দি। দুপুরের খাওয়া শেষ করে আবার শুরু মূর্তি গড়া।সোমা বলেন,দিন কয়েক আগে আবহাওয়া খারাপ হওয়ায় এখন খুব চাপের মধ্যে দিন চলছে।সব কাজ এখনও শেষ করে উঠতে পারিনি।সেসব সামলে উঠছি এখন।

সৃষ্টিতে মগ্ন সোমা।নিজস্ব চিত্র

বৈবাহিক সূত্রে পাওয়া পেশায় মৃৎশিল্পী স্বামী উজ্জ্বল মন্ডল বলেন, মানকর বুদবুদে কালী ঠাকুর যায় এখান থেকে তাছাড়া গলসী, পানাগড়েও এখন ঠাকুর যাচ্ছে। উজ্জ্বলবাবু বলেন, সোমা নিজে মূর্তি গড়লেও আমার গড়া মূর্তিতেও রঙ করা থেকে শুরু করে চক্ষুদান পুরো পর্বটা ওই করে।স্থানীয় বাসিন্দা অয়ন কর্মকার বলেন, মৃৎশিল্প পুরুষনির্ভর শিল্প গুলির মধ্যে অন্যতম।তার মধ্যেই নগন্য সংখ্যক মহিলা আছেন যাঁরা নিজের হাতে ঠাকুর বানান। স্বামী উজ্জ্বলের পাশে থাকাটাই সোমার পেশা ও নেশার প্রধান রসদ।

আরও পড়ুনঃ সাউন্ড লেবেল মিটার নিয়ে শব্দবাজি নিয়ন্ত্রনে প্রস্তুত পুলিশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here