কবির হোসেন, মুর্শিদাবাদঃ
রবিবার সালারে শিক্ষক দিবস উপলক্ষ্যে স্যাটায়ার পঞ্চম পিডিএফ সংকলন প্রতিভা পত্রিকা উন্মোচন করলেন সালার থানার ওসি ইন্দ্রনীল মহন্ত। সাটায়্যার গত পাঁচ মাস ধরে এই পত্রিকা প্রকাশিত করে আসছে। মূলত এলাকার শিক্ষিত যুবকদের পড়াশোনার মাঝে সাহিত্যচর্চা ও যুব সম্প্রদায়কে বইমুখী করা প্রথম ও প্রধান উদ্দেশ্য নিয়ে স্যাটায়ার গোষ্ঠীর পথচলা শুরু।

করোনা মহামারীর মধ্যে প্রথম সংস্করণে পত্রিকার অভাবনীয় সাফল্যের পর দলের সদস্যরা অনুপ্রাণিত হয়ে প্রত্যেক মাসে তারা এই পত্রিকা প্রকাশ করে আসছে। আজকের দিনটি সারা ভারতে ৫ই সেপ্টেম্বর ড: সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন বা শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় এবং শিক্ষক সমাজের রূপায়ণে প্রধান স্তম্ভ ও কারিগর।

আরও পড়ুনঃ তৃণমূলের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন জলঙ্গীতে
৫ ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানিয়ে পত্রিকার সম্পাদক শফিউল বাশার দূরবীন পত্রিকার সম্পাদক খন্দকার প্রিন্স পত্রিকা উন্মোচন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন। এই পত্রিকায় এলাকার বিভিন্ন বয়সে নতুন প্রতিভা অন্বেষণ প্রধান মাধ্যম হয়ে তুলে ধরতে চায়। প্রধানত এই পত্রিকায় রয়েছে সাহিত্য, কবিতা, প্রবন্ধ, গল্প প্রভৃতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584