নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটার যাদব পল্লীর স্থায়ী বাসিন্দা অর্চিতা দে দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারে আক্রান্ত।খুব দারিদ্র লাঞ্ছিত পরিবার। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।স্বামী কৃষ্ণ দে দিনমজুর তিনি জানান,তার পরিবারে ছয়জন সদস্য রয়েছে তিন মেয়ে ও ছোট পুত্র সন্তান রয়েছে।বড় মেয়ে কলেজের পাঠ শেষ করেছে।বাকি দুই মেয়ে ও এক ছেলে স্কুল পড়ুয়া।দিনমজুরির কাজ করে ছয় জনের সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনা চালাতেই হিমশিম অবস্থা কৃষ্ণ বাবুর,আর সেখানে চিকিৎসার খরচ কিভাবে হবে তা ভেবে কূলকিনারা পাচ্ছেন তার পরিবার।অর্চিতা দে’র,প্রাথমিক চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়েই পথে বসেছে পরিবারটি। এই পরিস্থিতিতে চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য সহৃদয় ব্যক্তি বা সংগঠনের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছে ওই পরিবার। জানা গেছে কয়েক মাস আগে হঠাৎ একদিন নিজের বাড়িতে গুরুতর অসুস্থ ও অচৈতন্য হয়ে পড়েন অর্চিতা দে, তাকে চিকিৎসার জন্য প্রথমে ফালাকাটা গ্রামীণ হাসপাতালে ও পরে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানে দু’দিন ভর্তি থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও সিটি স্ক্যান করে তার ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়,মেডিকেলের চিকিৎসকরা সমস্ত রিপোর্ট দেখে জানান এই রোগের চিকিৎসা এখানে হবে না তাকে যত দ্রুত সম্ভব কলকাতা কিংবা বাইরে কোথাও নিয়ে যেতে হবে,একথা জানার পর মাথায় যন্ত্রণা অর্চিতা দেবীর আরো বেড়ে যায়।পরিবারের সদস্যরা ভেঙে পড়েন,বর্তমানে হাঁটা চলার ক্ষমতা হারিয়ে বাড়িতেই শয্যাশায়ী তিনি।শারীরিক ভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়েছেন তিনি।অর্চিতাদের বড় মেয়ে লাবনী দে বলেন, প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা যে সাহায্য করেছেন তা প্রাথমিক চিকিৎসা করাতেই শেষ হয়ে গেছে জানি না কি হবে চোখের সামনে মায়ের শরীর এত খারাপ হয়ে যেতে দেখে খুব কষ্ট বোধ হচ্ছে কিন্তু কি করবো।পরিবারের তরফ থেকে সাহায্যের আর্জি চেয়েছেন।অর্চিতা দেবীর বড় মেয়ে লাবনী দে বলেন, ভেবেছিলাম উচ্চশিক্ষা নিয়ে আমার পরিবারের অভাব মোচন করবো কিন্তু চোখের সামনে আমার মায়ের জ্বালা-যন্ত্রণা সহ্য না করে বাধ্য হলাম বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি সাহায্যের আর্জি পেয়ে আমার মা সুস্থ হয় , তাহলে আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো l
পরিবারটির তরফে একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বর দেওয়া হয়েছে সেটি হলঃ
603502010013952,Kalyani De. IFSC Code – UBIN0560359.Mobile no- 7029748493।
আরও পড়ুন: বিজেপির ছাত্র কর্মী খুন,অভিযুক্ত তৃণমূল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584