নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার ছিলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ১২৯ তম প্রয়াণ দিবস।যথাযোগ্য মর্যাদায় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও -এর পক্ষ থেকে পালন করা হলো নবজাগরণের অন্যতম পুরোধা পুরুষ ও পার্থিব মানবাতাবাদের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১২৯ তম প্রয়াণ দিবস।
সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে, শহর গঞ্জে দিনটি উৎযাপন করা হয়।মেদিনীপুর,খড়গপুর, বেলদা,ঝাড়গ্রাম,সবং,পিংলা কলেজ ও বিদ্যসাগর বিশ্ববিদ্যালয়ে দিনটি উৎযাপন করা হয়।

।নিজস্ব চিত্র
মেদিনীপুর এর বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি ও সম্পাদক ব্রতীন দাস।
আরও পড়ুনঃ মহানায়কের প্রয়ান দিবসে স্মরন-অনুষ্ঠান মেদিনীপুরে
বিদ্যাসাগরের অবিস্মরণীয় সংগ্রাম ছাত্রদের মধ্যে যথাযথ ভাবে তুলে ধরার মধ্যে দিয়ে বিজ্ঞান ভিত্তিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক অবৈতনিক সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত থেকে বিদ্যাসাগরের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপনের আবেদন জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে বর্ষব্যাপী বিদ্যাসাগরের জীবনী চর্চার আহ্বান জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584