নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা নিয়ে আতঙ্কিত গোটা বিশ্বের মানুষ। এই আবহেই করোনাকে অসুর হিসেবে কল্পনা করে বিষ্ণুর নৃসিংহ অবতারের আরাধনা করলেন রায়গঞ্জের এক প্রবীন লোকশিল্পী তরণীসেন মোহন্ত।
শাস্ত্র অনুযায়ী, বুদ্ধ পুর্ণিমার আগের দিন বৈশাখী চতুর্দশীতে নৃসিংহদেবের আবির্ভাব তিথি। শাস্ত্রে এই তিথি নৃসিংহ চতুর্দশী নামে উল্লেখ আছে। বিষ্ণুর দশাবতারের চতুর্থ অবতার নৃসিংহদেবকে তাদের রক্ষাকর্তা হিসেবে পূজা করেন বৈষ্ণবরা। আর সেই কথা মাথায় রেখে বিশ্ববাসীকে করোনার হাত থেকে রক্ষা করতে নৃসিংহ ভগবানের কাছে প্রার্থনা করেন তরণীসেনের পরিবার।
আরও পড়ুনঃ রায়গঞ্জ পুরসভার কাজের হালহকিকতের খোঁজ নিলেন পুরকর্তারা
তরণীবাবু বাবু জানান, শুধু উত্তর দিনাজপুরে নয়, গোটা উত্তরবঙ্গে এই নৃসিংহ পুজো হয়ে আসছে প্রায় ৩০ বছর ধরে। প্রতি বছর ঢাক ঢোল কাঁসর বাজিয়ে মহা ধুমধামে নৃসিংহ দেবতার পূজিত হন তার বাড়িতে। কিন্তু এবছরের চিত্রটা একেবারেই আলাদা। লক ডাউন চলায় সরকারি বিধি নিষেধ মেনে এবার তার বাড়ির সদস্যরাই পুজোয় সামিল হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584