যান্ত্রিক গোলযোগে হাসপাতালের লিফটে একঘন্টা আটকে থাকলো অন্তঃসত্ত্বা রোগী

0
73

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শিলিগুড়ি জেলা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের লিফটে প্রায় ঘন্টাখানেক আটকে রইল অন্তঃসত্ত্বা মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে শিলিগুড়ি জেলা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়।প্রায় ঘন্টাখানেক আটকে থাকার পর হাসপাতালে এক কর্মীর সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে পরিবারের লোকজন।জানা গিয়েছে যে পেটে যন্ত্রণা নিয়ে মঙ্গলবার ভোররাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভর্তি হন দু’মাসের অন্তঃসত্ত্বা রিকিতা চন্দ।এদিন সকালে চিকিৎসক তাকে পরীক্ষার পর লেবার ওয়ার্ডে স্থানান্তরের কথা জানান।ঠিক সেইমতো এদিন সকাল সাতটা নাগাদ মহিলা ওয়ার্ড থেকে লেবার ওয়ার্ডে নিয়ে যাবার সময় ঘটে বিপত্তি।

লিফটে আটকে রোগী।নিজস্ব চিত্র

মহিলাকে লিফটে ওঠানোর পরে মাঝরাস্তায় আটকে পড়ে লিফট।প্রায় ঘণ্টাখানেক ধরে আটকে থাকার পর চিৎকার চেঁচামেচি শুনে হাসপাতালে রান্নাঘরের এক কর্মী এসে তাদের উদ্ধার করে।অপরদিকে এই ঘটনার পর মহিলার স্বামী দেবাশীষ চন্দ্র অভিযোগ করে বলেন যে,মঙ্গলবার ভোর রাতে স্ত্রীকে ভর্তি করার সময় ও লিফটে কোন কর্মী ছিল না।লিফট খোলা রেখেই বাইরে এক কর্মী ছিলেন।তারপর তাকে ডেকে তুলে লিফটে করে স্ত্রীকে নিয়ে মহিলা ওয়ার্ডে যাই।এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে। অপরদিকে এই বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার অমিতাভ মন্ডল বলেন হাসপাতালে লিফট দেখাশোনা করে পূর্ত দপ্তর।বেশ কিছুদিন ধরেই এই লিফটিতে সমস্যা হচ্ছে।আমরা ইতিমধ্যেই নতুন লিফট তৈরীর জন্য উদ্যোগি হয়েছি,কিন্তু কি কারণে লিফটে কোন কর্মী ছিল না তা গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে। এবং যদি গাফিলতির প্রমাণ মিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here