ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
ধর্মীয় অসহিষ্ণুতার জেরে গর্ভবতী রক্তাক্ত মহিলাকে চটি দিয়ে মারধরের মতো নৃশংস ঘটনা জামশেদপুরের হাসপাতালে।
সংবাদ সংস্থা ইন্ডিয়ানেক্সপ্রেস সূত্রে খবর বছর তিরিশের গর্ভবতী মহিলা রিজওয়ানা খাতুন গর্ভ রক্তপাতের যন্ত্রণা নিয়ে জামশেদপুর হাসপাতালে আসেন। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তীব্র ভর্ৎসনা করে। ওই মহিলার কথা অনুযায়ী ,’আমার ধর্মীয় মতাদর্শের ভিত্তিতে আমাকে ভর্ৎসনা করা হয় এবং আমাকে রক্ত মুছে ফেলতে বলা হয়। আমি তা পারিনি কারণ আমি তীব্র যন্ত্রনায় ছটফট করছিলাম। এরপর তারা আমাকে চটি দিয়ে মারধর করে। আমি আরও অসুস্থ হয়ে পড়ি এবং দ্রুত একটা নার্সিংহোমে ভর্তি হই । সেখানে জানানো হয় আমার সন্তান মারা গেছে।’
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে দুই সাধু সহ তিন জনকে পিটিয়ে খুন
এরকম ঘটনা যে ঘটেছে তা স্বীকারোক্তি জানিয়েছে ঝাড়খন্ড পুলিশ। পুরো বিষয়টি জামশেদপুর এসএসপি এর আওতায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পুরো বিষয়টিকে বিস্তারিত আকারে চিঠিতে লিখে ওই মহিলা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে জানিয়েছে বলে সূত্রের খবর। ঝাড়খন্ডের মুখ্য সেক্রেটারি সুখদেভ সিংহ জানিয়েছেন পুরো ব্যাপারটি তদন্তের আওতায় রয়েছে। চিঠিতে রিজওয়ানা খাতুন নামক মহিলা জানিয়েছেন তিনি গর্ভ রক্তপাত নিয়ে বৃহস্পতিবার বিকেলে এমজিএম হাসপাতালে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584