শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনটা। আজ বৃহস্পতিবার স্বামী জিন গুডএনাফের সঙ্গে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই সুখবর জানিয়েছেন প্রীতি। সন্তানদের নাম রেখেছেন জয় জিনটা গুডএনাফ ও জিয়া জিনটা গুডএনাফ। এই অভিনেত্রী সারোগেসি (গর্ভ ভাড়া) পদ্ধতিতে মা হয়েছেন।
প্রীতি জিনটা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘শুভেচ্ছা সবাইকে। আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গেছি। ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গেছে। কারণ, আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত। এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ার জন্য চিকিৎসক, নার্স ও আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ।’
Hi everyone, I wanted to share our amazing news with all of you today. Gene & I are overjoyed & our hearts are filled with so much gratitude & with so much love as we welcome our twins Jai Zinta Goodenough & Gia Zinta Goodenough into our family. pic.twitter.com/wknLAJd1bL
— Preity G Zinta (@realpreityzinta) November 18, 2021
২০১৫ সালের শেষের দিকে প্রীতির বিয়ে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। পরের বছর গোড়ার দিকে গুঞ্জনের জবাব দিয়ে মিস থেকে মিসেস হয়েছিলে বলিউড অভিনেত্রী প্রীতি জিনটা। তাঁর বর জিন গুডএনাফ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যবসা করেন। সেই সময় খুব কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের সদস্যকে নিয়ে লস অ্যাঞ্জেলেসেই বিয়ের কাজ সেরেছিলেন তাঁরা।
আরও পড়ুনঃ সায়নদীপের ‘আসমানী ভোর’-এ থাকছেন দেবদূত-কিঞ্জল-পূজারিণীও
প্রীতি জিনটা বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। দীর্ঘদিন ধরে আইপিএল এ কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানা করছেন। ক্রিকেট প্রেমী হিসেবে সুপরিচিত বলিউডের ড্রীম গার্ল,তাঁর দলের প্রতিটি খেলায় গ্যালারি তে উপস্থিত থেকে দলের খেলোয়াড়দের দারুণভাবে উজ্জীবিত করেন। তবে বিয়ের পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কম সরব থাকেন তিনি। মাঝেমধ্যে ব্যক্তিগত বিভিন্ন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানান। গত আগস্টে জানিয়েছিলেন, বলিউডে ২৩ বছর পার করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584