নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলের দ্বিতীয় ম্যাচেই থ্রিলার, আর তাতেই বিতর্ক। উত্তর ভারতের ডার্বিতে সুপার ওভারে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারায় দিল্লি ক্যাপিটালস। যদিও ম্যাচ সুপার ওভারে যাওয়ার কথাই ছিল না।
বরং পাঞ্জাবের জেতা উচিত ছিল ম্যাচ। আম্পায়ারের ভুলেই হারতে হয় প্রীতির দলকে। রান তাড়া করতে নেমে মায়াঙ্কের ব্যাটে ভর করে ভালোই এগোচ্ছিল পাঞ্জাব।
জয় যখন কেবল সময়ের অপেক্ষা কুম্বলের দলের কাছে তখন ম্যাচের ১৯তম ওভারের তৃতীয় রাবাডার অফ সাইড ফুল টস একস্ট্রা কভারে ঠেলে দুই রান নিতে যান মায়াঙ্ক। কিন্তু আম্পায়ার নীতিন মেনন এটি এক রান দেন। যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা যায় এটা শর্ট রান ছিল না, দুই রানই ছিল। আর এখানেই বিতর্ক।
ক্ষোভ প্রকাশ করেন পাঞ্জাব মালকিন প্রীতি জিন্টা। তাঁদের দলের প্রাক্তন কোচ বীরেন্দ্র সেহওয়াগও টুইটে লিখেছেন, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন ঠিক হয়নি। যিনি এটিকে এক রান দিয়েছেন সেই আম্পায়ারকেই ম্যাচের সেরা ঘোষণা করা উচিত ছিল।
আরও পড়ুনঃ আইপিএলে অনিশ্চিত অশ্বিন
এই টুইটকে রিটুইট করে কিংস কর্ণধার প্রীতি জিন্টা লিখেছেন, ‘করোনা পরিস্থিতিতেও উদ্দীপনা নিয়ে এখানে এসে ৬ দিন কোয়ারেন্টিনে থেকেছি, হাসিমুখে ৫ বার নমুনা পরীক্ষা করিয়েছি। তবে সবচেয়ে বেশি আঘাত পেলাম আজ। প্রযুক্তি যেখানে রয়েছে কেন তা ব্যবহার করা হবে না?
আরও পড়ুনঃ বিরাটকে আজ বিপাকে ফেলতে মুখিয়ে রশিদ
ম্যাচের ফল অন্যরকম হল তাঁর মাসুল কী আমরা পাবো ! এই ভুল সিদ্ধান্তের শিকার যাতে ভবিষ্যতে কাউকে না হতে হয় সেটা যেন করা হয়, টুর্নামেন্ট কমিটির কাছে অনুরোধ করছি। এখান থেকে দল ঘুরে দাঁড়াবে সেটা বিশ্বাস করি। তবে আরও সতর্ক হওয়া প্রয়োজন। ‘
একই সঙ্গে মায়াঙ্ককে ব্যাট করতে না পাঠিয়ে কেন লোকেশ রাহুল ব্যাট করতে এলেন সুপার ওভারে সেটা নিয়েও বিতর্ক হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584