নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
আমেরিকায় কৃষ্ণাঙ্গ প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে সারা বিশ্বে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে, তাতে এবার সামিল হতে চলেছে প্রিমিয়র লিগ। লকডাউনের পর পুনরায় ইপিএল শুরু হলে এক অভিনব প্রতিবাদ দেখা যাবে ফুটবল মাঠে।

এই প্রতিবাদে অংশ নেবে লিগের সব দলই। প্রিমিয়র লিগের প্রথম ১২টি ম্যাচে ফুটবলারদের জার্সির পিছনে তাঁদের নামের বদলে লেখা থাকবে স্লোগান। বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে যে প্রচারাভিযান শুরু হয়েছে, সেই স্লোগানই দেখা যাবে খেলোয়াড়দের জার্সির পিছনে।
আরও পড়ুনঃ অলিম্পিকসের বাড়তি সময় অশ্বারোহনে সফলতা এনে দিতে পারে ফৌয়াদকে
জার্সির সামনেও থাকবে ক্যাম্পেনের লোগো। ১৭ জুন থেকে শুরু হতে চলেছে প্রিমিয়র লিগ। সেদিন থেকে ২৬ জুন পর্যন্ত জার্সিতে দেখা যাবে বিএলএম লোগো।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584