নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার পরিচালক দেব কুমার দাসের রাজবংশী ছায়াছবি ” দিদির দাপট” প্রাক্ প্রদর্শনী (প্রিমিয়ার শো)অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ারের একটি বেসরকারি হোটেলে।এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করেন পীযুষ কান্তি রায় রাজবংশী উন্নয়ন বোর্ডের সদস্য,সংশ্লিষ্ট ছায়াছবির নায়ক প্রসেনজিৎ রায়,রাজবংশী ভাষার চিত্র পরিচালক দেবকুমার দাস,আলিপুরদুয়ার জেলা ফিল্ম অর্গানইজিং সোসাইটির সভাপতি সুবোধ বডুয়া,সম্পাদক দীপঙ্কর দাস প্রমুখ।
ছায়াছবির পরিচালক দেবকুমার দাস জানান, এই প্রথম রাজবংশী ছায়াছবি দিদির দাপট তাতে বিখ্যাত গায়ক কুমার শানু গান করেছেন।সম্পুর্ন ছবি টি ১ ঘন্টা ৪৫ মিনিটের।ছবিটির বাজেট ১০ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা।এই ছবির বিষয়বস্তু হলো একটি গ্রামের মেয়ে পর্যায়ক্রমে সমাজ সেবীকা হিসাবে সমাজে প্রতিষ্ঠান পায় এই নিয়ে তৈরি ছায়াছবিটি।
মনের তাগিদে সিনেমা কাজে নেমেছেন বলে জানান ,সকল কে সিনেমা টি দেখবে অনুরোধ করেছে কলাকুশলী ও পরিচালক।
আরও পড়ুনঃ সুন্দরবনে শিশু কিশোরদের নিয়ে কল্পতরু উৎসবের আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584