খালিদ মুজতবা, মুর্শিদাবাদঃ
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৮ই ফেব্রুয়ারি থেকে। জীবনের প্রথম বড় পরীক্ষার প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয়ে গেল আজ রাণীনগরে। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (S.I.O) রানীনগর ব্লক শাখার উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয়ে গেল আজ রানীনগর উচ্চতর বিদ্যালয়ে।
রানিনগর ২ ব্লক অন্তর্বর্তী তিনটে মাধ্যমিক স্কুলের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এই প্রস্তুতি শিবিরে অংশগ্রহণ করেছিলেন। বাংলা, ইংলিশ, অংক সহ বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকের প্রস্তুতিমূলক পাঠদান দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের অবগত করা হয় কিভাবে পরীক্ষার খাতায় লিখলে ভালো নম্বর পাওয়া যায়, খুব ভালো রেজাল্ট করা যায়।
আলা-আমিন মিশন, কোমনগর হাই মাদ্রাসা ও স্থানীয় বেশ কিছু স্কুলের শিক্ষকেরা আজ ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকের প্রস্তুতিমূলক পাঠদান করলেন। শিক্ষকদের কাছ থেকে মাধ্যমিকের প্রস্তুতিমূলক বিষয় সম্পর্কে জেনে খুশি ছাত্রছাত্রীরা।
ইমরান নামের এক ছাত্র জানালেন, পরীক্ষার আগে স্যারেদের কাছ থেকে টিপস পেয়ে খুব ভালো লাগছে। স্যারেদের কাছ থেকে শিখলাম কি ভাবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়।
জিয়াউর রহমান নামের এক শিক্ষক জানালেন, প্রতিবছর এস.আই.ও-এর এই মাধ্যমিক প্রস্তুতি শিবিরে অংশগ্রহন করে থাকি এবং ছাত্র-ছাত্রীরা কি ভাবে পরীক্ষায় ভালো ফল করবে সেই বিষয়ে তাদের পাঠ দিয়ে থাকি। তিনি আরো জানান, শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন টিপস পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584