বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সভা ঘিরে তোড়জোড় তুঙ্গে

0
64

সুদীপ পাল,বর্ধমানঃ

আগামী ৩০ নভেম্বর বর্ধমান শহরের পুলিশ লাইনে প্রকাশ্য সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সভাকে কেন্দ্র করে,তার প্রস্তুতির জন্য প্রশাসনিক কর্তাদের থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা সবাই এখন ব্যস্ত। গতকাল বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,সহ সভাধিপতি দেবু টুডু প্রমুখরা।প্রতিটি দপ্তরের কাজের হাল হাকিকত সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তলব হল।

বর্ধমানে মুখ্যমন্ত্রীর ফাইল চিত্র

এদিকে একশো দিনের কাজে দেশের শীর্ষ স্থান দখল করলো পূর্ব বর্ধমান।রিপোর্ট অনুযায়ী দেখা যায় তিন লক্ষ সাতানব্বই হাজার চারশো অষ্টআশিটি পরিবারকে কাজ দেওয়া হয়েছে। বর্ধমানের পড়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং চতুর্থ স্থানে রয়েছে হুগলি।মনে করা হচ্ছে বিভিন্ন প্রকল্পের সঙ্গে একশো দিনের কাজের সংযুক্তির ফলে,কাজের সুযোগ আরও বেড়েছে এবং কর্ম দিবস অনেক বেড়েছে।প্রশাসনিক কর্তাব্যক্তিরা মনে করছেন,মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই জেলার এই সাফল্য বিশেষ কৃতিত্বের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here