নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আগামি ২ রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের ফালাকাটায় বিজেপির ডাকে জনসভাতে যোগ দিতে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রি রাজনাথ সিং।সোমবার আলিপুরদুয়ার জেলা বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচীর কথা ঘোষনা করা হয়েছে।এছাড়া ৮ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির সভা রয়েছে বলেও জানানো হয়েছে।সোমবার প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রির সভার প্রস্তুতি সভা করে বিজেপি।এই প্রস্তুতি সভাতে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
এদিন প্রস্তুতি বৈঠক করার পর রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামি ২ তারিখ ফালাকাটায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সভা রয়েছে।
আরও পড়ুনঃ কালচিনি চা বাগানে প্রশাসনিক কর্মসূচির আয়োজন
এই দুই সভাতে প্রচুর মানুষের ভিড় হবে। সেই কারনে এই সভা সম্পন্ন করার জন্য বিভিন্ন জেলাতে প্রস্তুতি সভা করা হচ্ছে।সোমবার আলিপুরদুয়ারেও প্রস্তুতি সভা করা হয়েছে।” জানা গেছে ফালাকাটার রবীন্দ্রনগর মাঠে স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে সভা করবে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584