তাপস চৌধুরী,ব্যারাকপুর : গান্ধীজীর স্মৃতি বিজড়িত ব্যারাকপুর গান্ধী সংগ্রহশালা প্রেক্ষাগৃহে শতবর্ষের আলোকে জাতির জনকের মহান আত্মত্যাগ, দর্শন,আত্মজীবনী, আদর্শ সমাজের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিভাবে তুলে ধরা যায়, সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যস্তরীয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্ষব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে গান্ধীজীর প্রতি কিভাবে শ্রদ্ধাজ্ঞাপন করা যায় তারই কিছু প্রস্তাব সভায় গৃহীত হয়।যার সূচনা আগামী ২ রা অক্টোবর ২০১৮।
এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল মান্নান,ডঃ সুখবিলাস বর্মা, জহর সেন, পিনাকী চক্রবর্তী, ইমন কল্যান লাহিড়ী, গ্রামোন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য আধিকারিক সুশোভন কাঞ্জিলাল।
সংস্থার সভাপতি নারায়ণ বসু বলেন, বর্ষব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584