আগামী ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে সংখ্যালঘু সেলের প্রস্তুতি সভা

0
83

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

preparation meeting of minority cell 2
নিজস্ব চিত্র

আগামী ১৯ শে জানুয়ারি ব্রিগেড সমাবেশ উপলক্ষ্যে তৃণমূল সংখ্যালঘু সেলের প্রস্তুতি সভা।
শহরের বিদ্যাসাগর হলে প্রস্তুতি সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল।সারা জেলার প্রতিটি প্রান্ত থেকে প্রায় ১০ হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।১৯ শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে মা মাটি মানুষের সরকার আছে,তাদের ভয়ের কোনো কারণ নেই, কোনো রকম প্ররোচনার ফাঁদে পা না দিয়ে তৃণমূল কংগ্রেস এর উপর ভরসা করার আহ্বান জানানো হয়।

preparation meeting of minority cell
বিদ্যাসাগর হলে সংখ্যালঘু সেলের সভা। নিজস্ব চিত্র

দেশে এখন সামাজিক সুস্থির পরিবেশকে অস্থির করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে ভারতের বর্তমান সরকার তথা বিজেপি।তাই আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এক হয়ে বিজেপির এই ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে লড়তে হবে।তাই আমাদের প্রিয় দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার তাগিদে উন্নত ভারত ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে একত্রিত হয়ে আগামী ১৯ শে জানুয়ারি ব্রিগেড সমাবেশ এর হাজির হয়ে বিজেপিকে দেখিয়ে দিতে হবে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকবৃন্দ মমতার সঙ্গে আছে-এই বক্তব্য গুলো তুলে ধরেন সমস্ত উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একমাত্র মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ক‌ওসার আলী,তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা,বিধায়ক প্রদ্যুৎ ঘোষ,বিধায়িকা সেলিমা খাতুন,ডাঃ এরশাদ আলী প্রমুখ।

আরও পড়ুনঃ প্রশাসন ও তৃণমূলের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here