সুদীপ পাল, বর্ধমানঃ
প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ধমানে আয়োজন করা হয়েছিল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৯। প্রতি বছর এই অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করে থাকে রাজ্য সরকার। পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো, সেরা মণ্ডপ ও সেরা প্রতিমা এই তিনটি বিভাগে পুরস্কৃত করা হয় সেরাদের।
বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার সভাকক্ষে শারদ সম্মান ২০১৯ প্রদান করা হল। এবারের সেরা পুজো বিভাগে বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে বরশুল জাগরণী, বড়শুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন এবং আলমগঞ্জ বারোয়ারি। প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ার জংশন শাখার উদ্যোগে এনএফরেলওয়ে-র বিজয়া সম্মিলনী পালন
সেরা প্রতিমা বিভাগে পুরস্কৃত করা হয়েছে বড়শুল অন্নদাপল্লী সার্বজনীন, জাজিগ্রামের নবোদয় সংঘ এবং কালনার পুরাতন বাসস্ট্যান্ড বারোয়ারী সমিতিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারি সভাধিপতি দেবু টুডু এবং জেলাশাসক বিজয় ভারতী প্রমুখরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584