মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফরের প্রস্তুতি

0
106

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় শাসকদলের নেতাদের একাংশের ওপর জঙ্গলমহলের মানুষ ভরসা রাখতে পারেনি।সে কারণে কোথাও কোথাও শাসকদলের ফলাফল ভালো হয়নি। বর্তমানে অনেকেই ফিরে এসেছেন।নতুন করে অতিবামপন্থীদের কার্যকলাপ বাড়ছে জঙ্গলমহল জুড়ে।যদিও পুলিশ-প্রশাসন সক্রিয় রয়েছে।

সভার জায়গা পরিদর্শনে জেলা শাসক। নিজস্ব চিত্র

নতুন করে জঙ্গলমহলে যাতে অস্থিরতা সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তৎপরতা জারি রয়েছে। মুখ্যমন্ত্রী কোথাও যাওয়া মানে সেখানকার মানুষের আস্থা ও ভরসা বৃদ্ধি পাওয়া,সেকথা মাথায় রেখে ফের মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহল সফর।আগামী সপ্তাহে ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর,২৬ নভেম্বর জাম্বনীতে সভা করবেন মুখ্যমন্ত্রী।বুধবার জাম্বনী থানার পড়িহাটি,কাপগাড়ি কলেজ মাঠ পরিদর্শনে যান প্রশাসনিক কর্তারা।মাঠ ঘুরে দেখলেন ঝাড়গ্রামের জেলা শাসক আয়েসা রানি এ,এছাড়াও ছিলেন ঝাড়গ্রামের মহকুমাশাসক সহ উচ্চপদস্থ কর্তারা।ঝাড়গ্রামে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর।

নিজস্ব চিত্র

বিকেলে হবে প্রশাসনিক বৈঠক।ওই প্রশাসনিক বৈঠকের স্থান এখন নির্দিষ্ট হয়নি।জেলা শাসকের অফিসে বা পুলিশ সুপারের অফিসে হতে পারে বলে জানা গেছে।ঝাড়গ্রামের রাজবাড়ি টুরিষ্ট কমপ্লেক্সে রাত্রি যাপন করার কথা মুখ্যমন্ত্রীর।পরের দিন হেলিকাপ্টারে করে ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ স্থায়ী খাদ্য সুরক্ষা আধিকারিক নিয়োগ উত্তর দিনাজপুরে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here