সুদীপ পাল, বর্ধমানঃ
দূষণ নিয়ন্ত্রণের জন্য যে নিয়ম রয়েছে তা মেনে দুর্গাপুর নগর নিগম বিসর্জনের প্রস্তুতি নিচ্ছে। দুর্গাপুরে দামোদরের বিসর্জন ঘাটে প্রায় ৫০০ প্রতিমা নিরঞ্জন করা হয়।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে প্রতিমা বিসর্জনে দূষণ নিয়ন্ত্রণের জন্য।
সেই নির্দেশে বলা হচ্ছে, প্রতিমার সঙ্গে আসা পচনশীল অংশকে দামোদরের একটি নির্দিষ্ট ভ্যাটে ফেলতে হবে। ইতিমধ্যেই ভ্যাট নির্মাণ করা হচ্ছে।
দশমীর সকাল থেকেই বিসর্জন ঘাটে একটি হাইড্রা ও জেসিবি মেশিন মজুত থাকবে বলে জানা যাচ্ছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর নিয়ম, বিসর্জনের চব্বিশ ঘণ্টার মধ্যে কাঠামো তুলে ফেলতে হবে। দুর্গাপুর ৪ নম্বর ওয়ার্ডের বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, চব্বিশ ঘণ্টার আগেই কাঠামো তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মেঘমুক্ত আকাশ উপছে পড়া ভিড় বর্ধমানে
জানা যাচ্ছে দশমীর সকাল থেকে তিনটে শিফটে বিসর্জন ঘাটে হাজির থাকবেন নগর নিগমের কর্মীরা। চারটি নৌকা থাকবে বলে জানা যাচ্ছে। সেই নৌকাতে ডুবুরি এবং পুলিশকর্মীরা উপস্থিত থাকবেন।দ্বাদশী জন্য নির্দিষ্ট থাকায় দশমী একাদশী এবং দ্বাদশীতে বরোর চেয়ারম্যান এবং কাউন্সিলাররা উপস্থিত থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584