রাত পোহালেই খুশির ইদ

0
75

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

রাত পোহালেই খুশির ইদ৷ একমাসের কৃচ্ছসাধনের পর আনন্দে মেতে উঠবেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

Preparation of  eid
বিকিকিনি।নিজস্ব চিত্র

এই জেলার ইতিহাস অবশ্য জানান দেয়,শুধু মুসলমানরাই নয় এখানে তাদের সঙ্গে মেতে ওঠে অন্য ধর্মাবলম্বীরাও৷ইদ বললে চোখের সামনে লোভনীয় লাচ্ছা,সিমুই যেমন ভেসে ওঠে,তেমনই নাক খুঁজে বেড়ায় আতরের মিষ্টি সুগন্ধ৷ খস,গুলাব,জেসমিন,হরেক আতর সহজলভ্য বছরের ঠিক এই সময়ই৷

আরও পড়ুনঃ পবিত্র ঈদের আগে বস্ত্র বিতরণ সভার আয়োজন

বিশেষত ঝাড়গ্রাম শহরের বিভিন্ন বাজারে এই সময় জেলার বিভিন্ন জায়গা থেকে এসে পসরা সাজান বিক্রেতারা৷কিন্তু সেই আতর কিংবা লাচ্ছা বিক্রেতাদের এখন বড়োই দুর্দিন৷কারণ, বাজার এখন শহরের সঙ্গে সঙ্গে ছড়িয়েছে গ্রামেও৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here