বৃষ্টিতেও কালীপুজোর জোরদার প্রস্তুতি দুই বর্ধমানে

0
47

সুদীপ পাল, বর্ধমানঃ

টানা বৃষ্টি হচ্ছে বুধবার থেকে। মেঘলা আকাশ, তার সাথে বইছে ঠান্ডা বাতাস। এই পরিস্থিতিতে দুই বর্ধমান জেলার নানা প্রান্তের কালীপুজোর উদ্যোক্তাদের মাথায় পড়েছে হাত। তবে বৃষ্টির মধ্যেও জোরদার প্রস্তুতি দেখা গেল দুই বর্ধমানে। একই সাথে পুজোর মণ্ডপসজ্জা এবং প্রতিমার বিশেষত্বের মাধ্যমে দর্শনার্থীদের মন কাড়তে চাইছেন পুজো উদ্যোক্তারা।

preparation of kali puja in rain | newsfront.co
ফাইল চিত্র

বর্ধমান শহরের নীলপুরের জাগরনি সংঘের কালীপুজো পঞ্চাশ বছরে পা দিল। থিম ‘রাজস্থানী মন্দিরে মা’। মন্ডপ তৈরী হচ্ছে রাজস্থানের মন্দিরের আদলে।

পুজো মণ্ডপ উদ্বোধন করবেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। বিদ্যাসাগর পল্লী হরিনারায়নপুর বাহিরসর্বমঙ্গলা দুর্গামাতা সঙ্ঘের পূজার থিম ‘বিবেক চেতনা চিন্তন’। স্বামী বিবেকানন্দের জীবন, বাণী তুলে ধরা হবে পুজো মণ্ডপে।

আরও পড়ুনঃ মাটির প্রদীপ হারিয়ে গেলেও চাহিদা আছে ঝাড়গ্রামের দেওয়ালি পুতুলের

অন্যদিকে দুর্গাপুরের দিশারী সংঘের পঞ্চপথ কালীপূজা কমিটি পা দিল ৪৩ তম বছরে। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির পুজো উদ্বোধন করার কথা শনিবার সন্ধ্যায়।

ডিএসপি টাউনশিপের বি-জোনের এডিসন রোডের ‘আমরা কজন’ ক্লাব বা ডিপিএল টাউনশিপের কোক ওভেন কলোনির ‘গোলপার্ক স্পোটিং’ ক্লাবের পূজো নিয়ে রীতিমতো ব্যস্ত উদ্যোক্তারা। তবে পুজো উদ্যোক্তারা পুজোর মুখে বৃষ্টি নিয়ে চিন্তিত। মন্ডপের কাজ ঠিক সময়ে শেষ হবে কিনা তা নিয়ে চিন্তা থাকছে উদ্যোক্তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here